উল্কাপাতের জেরে সৃষ্টি হল ২০ ফুট গভীর ক্ষত, ভীতসন্ত্রস্ত গ্রামবাসীরা


Odd বাংলা ডেস্ক: মঙ্গলবার সকালে রাজস্থানের আলওয়ারের ইটানা শিল্পাঞ্চলে ভোর ৫টা ১১ নাগাদ একটি উল্কাপাত হয়েছে বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, উল্কাটি কারখানার প্রাঙ্গনে একটি ২০ ফুট গভীর গর্ত সৃষ্টি করেছিল, তবে এর জন্য আশেপাশে বসবাসকারী লোকদের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল সেই উল্কাপাতের ঘটনাটি। সেই ভিডিও থেকে স্পষ্ট হয় যে, রাতের আকাশে কীভাবে একটি আলোকপিণ্ড আঘাত হেনেছিল এবং কারখানা প্রাঙ্গনে ধ্বংসাবশেষ পড়ার আগে একটি উল্কা ঝরনাটি ছড়িয়ে দেয়।

জানা গেছে যে, অস্বাভাবিক এই ঘটনার জেরে এলাকাবাসী প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তবে সিসিটিভি ফুটেজগুলি পরীক্ষা করে দেখার পর তাঁরা খানিকটা আশ্বস্ত হন যে এটি একটি প্রাকৃতিক ঘটনা।

স্থানীয়দের মতে, উল্কা দক্ষিণ থেকে উত্তর দিকে এসেছিল। প্রসঙ্গত, একটি উল্কা ঝরনা এমন একটি জ্যোতির্বিজ্ঞানীয় ঘটনা যেখানে রাতের আকাশের এক বিন্দু থেকে বেশ কয়েকটি উল্কাপিণ্ডের উদ্ভব হতে দেখা যায়।
Blogger দ্বারা পরিচালিত.