চিরঘুমের দেশে গেলেন বাংলার ক্যাবারে সেনসেশন 'মিস শেফালি'


Odd  বাংলা ডেস্ক: বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যাবারে সেনসেশন মিস শেফালি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।কিডনির অসুখে জর্জরিত ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। ফিরপো হোটেল থেকে পার্ক স্ট্রিট, গ্র্যান্ড হোটেলে গানের সুরে নাচ করতে করতে আরতি দাস হয়ে ওঠেন 'মিস শেফালি'।

কিছু দিন আগেই শারীরিক অসুস্থতার কারণে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বাড়ি এসে সুস্থই ছিলেন, সামান্য হাঁটাচলাও করতেন। কিন্তু এদিন ভোরবেলা সকলকে কাঁদিয়ে চলে গেলেন না-ফেরার দেশে।

মিস শেফালি অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের ‘‌প্রতিদ্বন্দ্বী’‌ (১৯৭০) এবং ‘‌সীমাবদ্ধ’‌ (১৯৭১) ছবিতে। ‘বহ্নিশিখা’ (১৯৭৬), ‘পেন্নাম কলকাতা’ (১৯৯২)-র মতো ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।
Blogger দ্বারা পরিচালিত.