দিল্লীর হিংসা নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী


Odd বাংলা ডেস্ক: গত দু’দিন লাগামছাড়া হিংসা-অশান্তির পর কিছুটা থিতু হয়েছে উত্তরপূর্ব দিল্লির পরিস্থিতি। যদিও লাফিয়ে লাফিয়ে বেড়ে মৃতের সংখ্যা এখন পৌঁছেছে ২৩-এ। এই অশান্তি নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিবাসীকে শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার আর্জি জানালেন তিনি। এ দিন টুইটারে মোদী লেখেন, ‘‘শান্তি এবং সম্প্রীতি আমাদের সংস্কৃতির মূল কথা। দিল্লির ভাইবোনেদের কাছে অনুরোধ, সর্বদা শান্তি এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখুন। যত দ্রুত সম্ভব দিল্লিতে শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসাটা জরুরি।’’


দিল্লি যখন জ্বলছে তখন শহরেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর আতিথেয়তায় ব্যস্ত মোদী রাজধানীর পরিস্থিতি নিয়ে একটা কথাও খরচ করেননি। যদিও প্রধানমন্ত্রীর দাবি, তিনি গোটা ঘটনার ওপরে নজর রাখছেন। এ দিন মোদী লেখেন, ‘‘দিল্লির বিভিন্ন প্রান্তের পরিস্থিতি খতিয়ে দেখেছি আমি। অতি দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়, শান্তি ফিরে আসে, তার জন্য পুলিশ এবং অন্য সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করে চলেছে।’’
Blogger দ্বারা পরিচালিত.