২০২৪ লোকসভা নির্বাচনে মোদী বনাম কেজরিওয়াল, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আপ-নেতা!
Odd বাংলা ডেস্ক: ফের দিল্লির মসনদ দখলের লড়াইয়ে আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল। তবে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিনই যেন ভিত স্থাপন হল ২০২৪-এর লোকসভা নির্বাচনের। আর সেই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিদ্বন্দ্বিতা করবেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল।
An Aam Aadmi Party supporter at party office in Delhi. #DelhiResults pic.twitter.com/7WhhzIhQao— ANI (@ANI) February 11, 2020
এদিন দিল্লির আপের দলীয় কার্যালয়ের বাইরে একজন আপ সমর্থককে দেখা গিয়েছে, ২০০০ সালে লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রীর প্রার্থী হিসাবে অরবিন্দ কেজরিওয়াল নাম একটি ব্যানারে লিখে সেই ব্যানার ধরে রেখেছে। ব্যানারটিতে লেখা ছিল '২০২৪: কেজরিওয়াল বনাম মোদী'।
দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনটিই তাঁরা তাঁদের নেতাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
Post a Comment