MORARJI DESAI: যে প্রধানমন্ত্রীর কারণে 'ইন্দিরা গান্ধীকে' গরু চিহ্নে ভোটে দাঁড়াতে হয়েছিল
Odd বাংলা ডেস্ক: তখনও কংগ্রেসে একটা ‘সর্বভারতীয় রূপ’ ছিল। এখনকার মত একেবারে ‘১০, জনপথ রোডমুখী’ ছিলনা। দলের সভাপতি ছিলেন তামিলনাড়ুর কুমারস্বামী কামরাজ, যাঁকে ভারতীয় রাজনীতির ‘বিগ ড্যাডি’ বলা হত। বলতে গেলে, কামরাজই ছিলেন দলের সর্বেসর্বা।
কামরাজ প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করলে হয়তো কংগ্রেস দলটা ভাঙতোই না। কিন্তু, কামরাজ, তাঁর ইংরেজি ও হিন্দি বলার অক্ষমতার দোহাই দিয়ে প্রধানমন্ত্রীত্বর দাবী থেকে সরে দাঁড়ালেন। তাঁর সেই বিখ্যাত উক্তি সমসাময়িক সবার মনে আছে নিশ্চয় – ” No Hindi, no English – How?
অতএব, প্রধানমন্ত্রী হবার দৌড়ে রইলেন মোরারজি এবং ইন্দিরা, আর ‘কিং মেকারের’ ভূমিকায় অবতীর্ণ হলেন কামরাজ।
মোরারজি ছিলেন নেহেরুর পছন্দের ব্যক্তি ; আর ইন্দিরা, খোদ নেহেরুকন্যা। ‘ডুয়েলটা’ যে জমবে জানাই ছিল।
কামরাজ, ইন্দিরাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন আর মোরারজিভাইকে, উপপ্রধানমন্ত্রী।
কিন্তু ‘প্রধান’ আর ‘উপপ্রধান’য়ে বিস্তর ফারাক! ইন্দিরা ও মোরারজি – কেউই এক নম্বর হবার দাবি থেকে একচুল নড়লেন না। ফলে সাংসদদের ভোটাভুটি করতে হল। তখন ভারতে ১৪টি রাজ্য ছিল। গুজরাত ও উত্তরপ্রদেশের এম পি’রা দেশাইকে ভোট দিলেন। বাকিরা গেলেন ইন্দিরার পক্ষে। ফলাফল : ইন্দিরা ৩৫৫ আর মোরারজি ১৬৯ ভোট। ইন্দিরা গান্ধীই ভারতের প্রধানমন্ত্রী হলেন।
ইন্দিরার এই জয়ে, দলের বয়োজ্যেষ্ঠরা সামিল ছিলেন। অথচ, ক্ষমতা হাতে পেয়েই ইন্দিরা, ‘বুড়োদের’ ডানা ছাঁটতে শুরু করে দিলেন।
গান্ধী পরিবার অন্য কারো সাথে ক্ষমতা ভাগ করেনা।
এল সাতষট্টির সাধারণ নির্বাচন। এই নির্বাচনে ইন্দিরার নেতৃত্বে, কংগ্রেস জোর ধাক্কা খেল। গুজরাত, মাদ্রাজ, রাজস্থান, ওড়িশা, বাংলা, কেরল ও দিল্লিতে জঘন্য ফলাফল করল দল। অযোগ্যতার বোঝা চাপল ইন্দিরার মাথায়। দলের বয়োজ্যেষ্ঠরাও সেই সুযোগে কোণঠাসা করে দিল নেহেরুকন্যাকে।
এরপর হল রাষ্ট্রপতি নির্বাচন। কংগ্রেসের প্রার্থী হলেন নীলম সঞ্জীব রেড্ডি। নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালেন ভি ভি গিরি। ইন্দিরা, ‘বুড়োদের’ জব্দ করতে, তলেতলে, কংগ্রেসের ও বিরোধী দলের বেশ কিছু এম পি ও এম এল এ’র সাথে একটা যোগসাজশ করে কংগ্রেসের প্রার্থীকেই দিলেন হারিয়ে। ভি ভি গিরি হয়ে গেলেন দেশের রাষ্ট্রপতি।
কারোরই বুঝতে অসুবিধা হলনা, কার কারসাজিতে কংগ্রেস প্রার্থীর হার হয়েছে, দলবিরোধী কাজ কার।
অভিযুক্ত ইন্দিরার দোষ প্রমাণিত হতেই, কংগ্রেস সভাপতি, নিজালিংগাপ্পা, কংগ্রেস থেকে ইন্দিরাকে বহিষ্কার করে দিলেন।
ইন্দিরার এই ‘ষড়যন্ত্র’কে কাপুরুষোচিত আখ্যা দিয়ে কংগ্রেস সভাপতি নিজালিংগাপ্পা মন্তব্য করেছিলেন, “গণতন্ত্রকে হতাশ করে এমন নেতা, যে জনপ্রিয়তার কারণে ক্ষমতায় এসে, হয়ে যায় আত্মমুগ্ধ।” (Tragedy overtakes democracy, when a leader who rises to power due to popularity, becomes a narcissist.)
ব্যাস্, দু’টুকরো হয়ে গেল কংগ্রেস দল। নতুন দল গড়ে, ইন্দিরা তার নাম দিলেন কংগ্রেস (আর) মানে Congress (Requisitionists). পুরোনো দলটার নতুন নাম হল কংগ্রেস (ও) মানে Congress (Organisation). কামরাজ, নিজালিংগাপ্পা, মোরারজি দেশাই, সঞ্জীব রেড্ডি সমেত বয়োজ্যেষ্ঠ নেতারা সবাই রয়ে গেলেন আগের দলে। সবাই ইন্দিরার দলকে বলত ‘নব কংগ্রেস’ ; আর অন্য দলটিকে, ‘আদি কংগ্রেস’। ‘নব কংগ্রেসে’র দলে বেশি সাংসদ থাকায়, ইন্দিরাই প্রধানমন্ত্রী রইলেন।
ঊনিশশো একাত্তরের লোকসভা নির্বাচন এগিয়ে আসছিল। কংগ্রেসের দুই পক্ষই বুঝেছিল, ওই নির্বাচন হবে তাদের অস্তিত্বের লড়াই। তাই দু’দলই নিজেদের মত ঘুঁটি সাজাতে ব্যস্ত থাকল।
ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাচনী প্রতীক ছিল ‘জোড়া বলদ’। দু’দলই সচেষ্ট হল এই প্রতীকটি হাতাতে। কিন্তু, নির্বাচন কমিশন, এই ‘জোড়া বলদ’ প্রতীকটি, নতুন কংগ্রেস অর্থাৎ কংগ্রেস (আর)কে ব্যবহার করতে দিলনা। এই প্রতীক কংগ্রেস (ও)র কাছেই রয়ে গেল। ‘জোড়া বলদের’ বদলে ইন্দিরার কংগ্রেস পেল ‘গাই বাছুর’ প্রতীক। পরে সেটা ‘হাত(?)’ বা ‘করতল’ করা হয় । প্রথম রাউণ্ডে ইন্দিরা, হার মানলেন ‘আদি’দের কাছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের ‘জোড়া বলদ’ নির্বাচনী প্রতীক অধরা থেকে গেল তাঁর।
এবার এল একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধ। লাগল আরেক প্রস্থ ভারত-পাক লড়াই। আবার হেরে ভূত পাকিস্তান। কিছুদিন পর লোকসভা নির্বাচন। দেশের মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে নির্বাচনে বাজিমাত করলেন ইন্দিরা। মোট ৫১৮টি সীটের লোকসভায়, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য দরকার ছিল ২৬০টি আসন। ইন্দিরার দল ঝেঁটিয়ে তুলে নিল ৩৫২টি, ‘আদি কংগ্রেস’, কুড়িয়ে কাচিয়ে, মাত্র ৫১টি। জাতীয় রাজনীতিতে, ‘জোড়া বলদ’ একদম গুরুত্বহীন হয়ে গেল।
তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়াল। সত্তরের দশক, ভারতের রাজনীতিতে উত্তাল, জমজমাট, সরগরম। অনেক ঘটনা, অনেক উত্থানপতন। ওদিকে, ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ বা Indian National Congress (INC) নামটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে, ততক্ষণ বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে না তো!
রাজীব গান্ধীর আমল থেকেই ওই INC নামটা ব্যবহার করতে শুরু করে দিয়েছিল কংগ্রেসীরা। কাজটা বৈধ ছিলনা। এই নিয়ে অশান্তিও হয়েছিল। সোনিয়া গান্ধী দলের সভানেত্রী হবার পর, নির্বাচন কমিশনের কাছে ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ তকমাটি আবার দাবী করা হয়। পাল্টা দাবী করার কেউই ছিলনা আর। ‘আদি কংগ্রেস’ তো সেই সাতাত্তর সালেই জনতা পার্টিতে মিশে গিয়েছিল। তাই, একতরফা ভাবেই INC তকমার অধিকারী হল ‘ইন্দিরা কংগ্রেস’। তবে ‘জোড়া বলদ’ সেই যে কংগ্রেসের গোয়াল থেকে পালাল, তাদের আর আনা গেলনা।
কংগ্রেসের এই ভাঙনের ইতিহাস, স্বাভাবিকভাবেই এই প্রজন্ম জানেনা। তারা জানে, ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেস বা Indian National Congress (INC), মানে যে রাজনৈতিক দলে গান্ধীজি, নেতাজী সুভাষ, নেহেরু, প্যাটেল প্রমুখরা ছিলেন, এখনকার কংগ্রেস হল ‘সেই কংগ্রেস’। সত্যটা অন্য। ১৯৬৯ সালে, ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছিল। এখনকার কংগ্রেস, সেই দু’টুকরোর এক টুকরো।
আর সেই আদি কংগ্রেস যখন বিজেপির মধ্যে মিশে গেল তখনই প্রধানমন্ত্রী হলেন মোরারজি দেশাই।
Post a Comment