LIC-র বেসরকারিকরণে অন্যান্য কোম্পানির সুবিধা হবে, সেটাই কি চাইছে বিজেপি সরকার? প্রতিবাদে ফিল্ড ওয়ার্কার্সরা


Odd বাংলা ডেস্ক: অন্তত গণিতের হিসেব এটাই বলছে। বিগত অর্থবর্ষে দেশের বিভিন্ন জনমুখী প্রকল্পে ভারতীয় জীবন বিমা নিগমের ২৬১১ কোটি বিনিয়োগ করেছে, এই পরিমাণ বিনিয়োগ আর কোন সংস্থার পক্ষে সম্ভব নয়। মানে ভারতীয় জীবন বিমা নিগমের ভিত এতটাই সুদৃঢ় যে বিমা শিল্পের বাজার উন্মুক্ত করে দেওয়ার দীর্ঘ ২০ বছর পর, ২৩ টি বেসরকারি কোম্পানীর সঙ্গে লড়াই করে বীমা বাজারের ৭০ শতাংশের বেশি অধিকারে রাখতে সক্ষম হয়েছে।'

কিন্তু এরপরে সাধারণ মানুষকে অনেক বেশি টাকা দিয়ে বিমা কিনতে হবে বলে মনে করছেন ন্যাশনাল ফেডারেশন অফ ইন্সুরেন্স ফিল্ড ওয়ার্কাস অফ ইন্ডিয়ার সদস্যরা। তারা জানিয়েছেন যে LIC-র যে একাধিপত্ব এতদিন ছিল সেটাকেই ভেঙে দিতে চাইছে সরকার । এর ফলে সাংঘাতিক ক্ষতি হবে সাধারণ মানষের। এবং বেসরকারি সংস্থাগুলি ফুলে ফেঁপে উঠবে। 
Blogger দ্বারা পরিচালিত.