শাস্ত্র অনুযায়ী স্নানের পর এই কাজ ডেকে আনে অমঙ্গল
Odd বাংলা ডেস্ক: জীবনধারণের জন্য স্নান এক অপরিহার্য কাজ। শারীরিক সুস্থতার জন্য স্নান একান্ত জরুরী। বিশেষ করে গ্রীষ্মকালে স্নানহীন দিন মানে এক যন্ত্রণা। প্রাচীনকালে স্নানকে অনেকসময়ই আনুষ্ঠানিক মর্যাদাও প্রদান করা হত। রাজ অভিষেকের আগে স্নান ছিল বাধ্যতামূলক। আজও বিবাহের আগে বিশেষ স্নান চলিত রয়েছে গোটা দেশেই। কিন্তু স্নান করার কিছু বিশেষ বিধি শাস্ত্রে উল্লেখ রয়েছে।
বিশেষ স্থানে ও বিশেষ তিথিতে যেমন স্নান করার আলাদা উপকারিতা ও লাভ রয়েছে, তেমনই আবার ভুল করলে আর্থিকভাবে ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনাও রয়েছে। শাস্ত্রে এর বিষদ বিবরণ দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন যে বিবস্ত্র হয়ে কখনও স্নান করা উচিৎ নয়।
কারণ বিবস্ত্র হয়ে স্নান করলে পশুপাখি কীটপতঙ্গ ইত্যাদি প্রাণীগণ তা দেখতে পায়। এছাড়াও এতে জলরূপি বরুণ দেবতা খুপিত হন। অনেকে মনে করেন যে চার দেওয়ালের মধ্যে বিবস্ত্র হয়ে স্নান করলে কোন সমস্যা হয় না। কিন্তু চার দেওয়ালের মধ্যেও পিছাচের দৃষ্টি পরে।
এর ফলে শরীরের বল এবং মানসিক শক্তি কমে যায় এবং ধনক্ষয় হয়। এছাড়াও স্নানের সময় মল-মুত্র ত্যাগ করাও উচিৎ নয়। এর ফলেও নানাবিধ ক্ষতি সাধন হয়। এবং অবশ্যই স্নান বিশুদ্ধ জলে করা উচিৎ।
এছাড়াও গঙ্গাসাগর তীর্থে স্নান করলে পুণ্য লাভ ও পাপ খণ্ডন হয়। এতো গেলো স্নান করার নিয়ম।
এবার জেনে নিন কোন কাজগুলো করার পর স্নান করা বাধ্যতামূলক। দাহকার্যের পর স্নান অবশ্য কর্তব্য। কেবল দাহকারীই নয়, শ্মশানে সবারই উচিৎ দাহ শেষে স্নান করা। মৃতদেহ থেকে নির্গত বিষাক্ত পদার্থ এবং জীবাণুদের জন্যই এই বিধান।
দেহসঙ্গমের পর স্নান জরুরী। এই নিয়ম শাস্ত্রে কঠোরভাবে নির্দেশ রয়েছে। এখানেও সংক্রামককে মাথায় রাখা হয়। তেল মাখার পর স্নান একান্ত প্রয়োজন। কারণ ত্বকে পুষ্টির জন্য তেল যেমন জরুরী, তেমনই খুব বেশি সময় তেল শরীরে থাকলে তা বিপদের সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে স্নানই পারে সঠিক ভারসাম্য বজায় রাখতে।
চুল কাটার পর স্নান করা অবশ্য কর্তব্য বলছে চানক্য নীতি। গায়ে পরে থাকা চুলকে না ধুয়ে ফেললে তা অনেক সময়ই বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন আসুন জেনে নিন স্নান করার পর কোন কাজগুলো ভুলেও করা উচিৎ নয়।
স্নান করার পর ভুলেও ভিজে কাপড় ফেলে রাখবেন না। এতে আপনার ওপর রাহুর দৃষ্টি পরতে পারে। স্নান করার সময় ভুলেও জুতা পরে স্নান করবেন না। কারণ জুতা পরে স্নান করলে ধনহানী হয়। এছাড়াও স্নান করার পর ভুলেও হাত পায়ের নখ কাটা উচিৎ নয়।
Post a Comment