ভুলেও কখনও এই ৮ জিনিস কাউকে দান করবেন না, হতে পারে চরম বিপদ


Odd বাংলা ডেস্ক: দান করার পরে মনে একটা অদ্ভুত শান্তি আসে। সব ধর্মেই অসহায় মানুষকে সাহায্যের কথা বলা হয়েছে। দান করলে পুণ্য সঞ্চয় হয়; তার সাথে এক অদ্ভুত মানসিক শান্তি ও নানা সমস্যার মুক্তি ঘটে। দান করা ভালো কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যেগুলো দান করলে অমঙ্গল হয়ে থাকে। প্রাচীন কিছু গ্রন্থ অনুযায়ী নির্দিষ্ট কিছু নিয়ম মেনে দান করলে মঙ্গল হয় নইলে অমঙ্গল হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক এমন কোন ৮ টি জিনিস যেগুলো দান করা অনুচিত-


১) সরিষার তেল :
সরিষার তেল দান করা যেতে পারে তবে তা যেন আপনার ব্যবহৃত না হয়। ব্যবহৃত তেল দান করলে শনি দেবতার কু-দৃষ্টি পড়তে পারে।



২) পুরনো কাপড়-জামা :
পুরনো কাপড় জামা তাদেরকেই দান করুন যারা আর্থিক ভাবে অক্ষম। কোনো পুরোহিত, ব্রাহ্মন কিংবা আর্থিক ভাবে সক্ষম ব্যক্তিদের পুরনো জামা কাপড় দান করা একেবারেই অনুচিত। এতে লক্ষ্মীদেবী ক্ষুব্ধ হন।



৩) প্লাস্টিকের কোনো জিনিস :
প্লাস্টিক জাতীয় কোনো দ্রব্য কারোর থেকে নেবেন না আর কাউওকে দেবেন না। এতে পরিবারের সুখ সমৃদ্ধিতে ঘাটতি পরে।



৪) বাসি খাবার :
খেতে খেতে বেশি হওয়া খাবার অথবা বাসি খাবার কাউকে দান করবেন না এতে আপনার জমানো অর্থ খরচ হতে পারে এবং অশান্তির দানা বাঁধে আপনার পরিবারে।



৫) ঝাড়ু :
ঝাড়ু কাউকে ধার কিংবা দান করবেন না এতে অর্থহানি হয় ও আপনার পরিবারের উপর অশুভ ছাড়া পরে।



৬) ধারালো জিনিস :
ধারালো কোনো জিনিস ( ছুরি, কাঁচি ইত্যাদি ) কাউকে দান করবেন না। এতে সম্পর্কের অবনতি হয়।



৭) স্টিলের তৈরি কোনো জিনিস :
স্টিলের তৈরি জিনিসপত্র আদানপ্রদান করবেন না অথবা কাউকে দান না করবেন না। এতে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাভনা থাকে।



৮) ধর্মগ্রন্থ :
কাউকে পুরনো বা ছেঁড়া ধর্মগ্রন্থ দান করবেন না। এতে অমঙ্গল হয়। পারলে কাউকে নতুন ধর্মগ্রন্থ দান করুন। এতে আপনার মঙ্গল হবে।
Blogger দ্বারা পরিচালিত.