তৃতীয়বারের জন্য নির্ধারিত হল নির্ভয়ার চার অপরাধীর ফাঁসির তারিখ, কবে স্থির হল দিনক্ষণ, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: ইতিমধ্যেই দু'বার নির্ভয়ার আসামীদের ফাঁসির আদেশ রদ হয়ে গিয়েছে। তৃতীয়বারের জন্য ফের নির্ধারিত হল নির্ভয়ার ফাঁসির তারিখ। নির্ভয়াদের ফাঁসির তারিখ স্থির হল আগামী ৩ মার্চ। নির্ভয়ার ধর্ষণ এবং হত্যার জন্য চার আসামীকে ৩ মার্চ সকাল ৬টায় ফাঁসি দেওয়া হবে বলে জানা গিয়েছে। 

২০১২ সাালে ঘটে যাওয়া নির্ভয়া হত্যাণ্ডের সঙ্গেো জড়িত চার অপরাধী পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬), অক্ষয় কুমার সিং (৩১) ও মুকেশ সিং (৩২)-এর ফাঁসির আদেশ প্রথমে স্থির করা হয়েছিল ২২ জানুয়ারি। এরপরে তা বালিত করে দেওয়া হয়। ফাঁসির দিন পিছিয়ে গিয়ে স্থির হয় ১ ফেব্রুয়ারি। বিভিন্ন আইনি মার-প্যাঁচের জেরে অবশেষে ফাঁসি স্থগিত রাখা হয়। 
Blogger দ্বারা পরিচালিত.