মাথায় আঘাত লেগে স্মৃতি লোপ পেয়েছে নির্ভয়ার খুনির, চিনতে পারছে না নিজের মা'কেও


Odd বাংলা ডেস্ক: নির্ভয়া কাণ্ডের অন্যতম অপরাধী ফাঁসির সাজাপ্রাপ্ত বিনয় শর্মা তিহাড় জেলের মধ্যে দেওয়ালে মাথা ঠুকে নিজেকে ক্ষতবিক্ষত করার খবর আগেই প্রকাশ্যে এসেছে। তবে এবার সামনে এল এক নয়া তথ্য। মাথায় আঘাতের কারণেই নাকি স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছে বিনয়। যার জন্য নিজের মা-কেও নাকি সে চিনতে পারছে না। এদিন এমনটাই দাবি করলেন বিনয়ের আইনজীবি। 

আরও পড়ুন- ফাঁসির আগে তিহাড়ের সেলে মাথা ঠুকে নিজেকে আঘাত করল নির্ভয়ার অপরাধী বিনয় শর্মা!

আইনজীবি আরও দাবি করেছেন মাথায় আঘাত লাগার কারণে মাথায় তার গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তার ডান হাত ভেঙে গিয়েছে। মানসিকভাবে যথেষ্ট বিদ্ধস্থ সে এবং স্কিৎজোফ্রেনিয়ার মতো মানসিক সমস্যাও দেখা দিয়েছে। 
তার আইনজীবীর আরও দাবি, পরিস্থিতি এতটাই কঠিন যে, বিনয় তার মা ও অন্য পরিচিতদেরও চিনতে পারছে না। এই কারণে আদালতের কাছে ওই আইনজীবী আর্জি জানিয়েছেন যে, তাকে ইনস্টিটিউট অব হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস হাসপাতালে রেখে চিকিৎসা চালানোর অনুমতী দেওয়া হয়। 
Blogger দ্বারা পরিচালিত.