সরকারি চাকরিতে সংরক্ষণ কখনওই মৌলিক অধিকার নয়, জানাল শীর্ষ আদালত


Odd বাংলা ডেস্ক: সরকারি চাকরি এবং চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের নীতি কোনও ব্যক্তির মৌলিক অধিকার নয়- এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয় শীর্ষ আদালতের তরফে আরও বলা হয়েছে যে, কোনও আদালত সরকারি চাকরি এবং পদোন্নতির ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি-দের সংরক্ষণের ব্যবস্থার বিষয়ে রাজ্য সরকারকে নির্দেশও দিতে পারেন না। 

কারওর চাকরি এবং পদোন্নতি সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে একমাত্র রাজ্য সরকারের। আদালত এই বিষয়ে সরকারের ওপর কোনওকিছু চাপিয়ে দিতে পারে না। 
Blogger দ্বারা পরিচালিত.