শুরু হল অনলাইন মদ ডেলিভারি, প্রথম এই রাজ্যেই


Odd বাংলা ডেস্ক: রাজ্যে মদ বিক্রি বাড়াতে এই উদ্যোগই করল রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের আড়াই হাজার দেশি মদ ও এক হাজার বিদেশি মদের দোকান এই প্রক্রিয়ায় নিজেদের নাম নথিভুক্ত করিয়েছে। নতুন পদ্ধতির ফলে তাদের রোজগার আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর ফলে কোনও গ্রাহক অনলাইনে কিংবা ফোনের মাধ্যমে নির্দিষ্ট একটি দোকানে অর্ডার দিতে পারবে। সেই দোকানই থেকেই সরাসরি বাড়িতে এসে যাবে মদের বোতল।  আবগারি দফতর সূত্রে জানানো হয়েছে, নতুন নিয়মে তৈরি হওয়া মদের দোকানগুলি ই-টেন্ডারের মাধ্যমে নিলাম করা হবে। মোটামুটি সারা রাজ্যে দুটি এই ধরনের সংস্থা অনলাইনে মদ সরবরাহ করবে। উত্তর অংশে একটি সংস্থা ও দক্ষিণ অংশে একটি সংস্থা এই বিষয়টি দেখবে। অনলাইনে অর্ডার পেলেই ওই সরবরাহকারী সংস্থার কর্মীরা সংশ্লিষ্ট দোকান থেকে মদের বোতল নিয়ে পৌঁছে দেবেন গ্রাহকের বাড়িতে। ফলে এবার বাড়িতে বসেই সুরাপানের ব্যবস্থা করে সুরাপ্রেমীদের মন জয় করে নিল রাজ্য সরকার। না পশ্চিমবঙ্গ সরকার নয়, এই উদ্যোগ নিয়েছে কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ সরকারের। 
Blogger দ্বারা পরিচালিত.