মানুষকে বাঁচাতে হাত বাড়িয়ে দিল ওরাং ওটাং


Odd বাংলা ডেস্ক: ওই ছবি তোলা হয়েছে বোর্নিওর অভয়ারণ্যে। সেখানে সংরক্ষণবাদীরা কাজ করছেন বাঁদর শ্রেণিকে সাপের হাত থেকে বাঁচানোর জন্য। তখনই এক সংরক্ষণ বাদী ব্যক্তি নদীতে সাপের সন্ধানে নামলে তার কোমর পর্যন্ত কাদাপানিতে ডুবে গেলে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ওরাং ওটাংটি। ডেইলি মেইল অনুসারে এই অসামান্য ছবিটি তুলেছেন অনিল প্রভাকর। তিনি তার বন্ধুদের সঙ্গে সাফারিতে বেরিয়ে ওই দৃশ্যের সাক্ষী হন।

পরে প্রভাকর জানতে পারেন, ওই ব্যক্তি ‘বোর্নিও সার্ভাইভাল ফাউন্ডেশন’-এ কাজ করেন। ওই সংস্থা বিপন্ন প্রাণিদের প্রাণ বাঁচাতে কাজ করেন। সংস্থার তরফেই ওই ছবি ফেসবুকে শেয়ার করা হয় বৃহস্পতিবার। ছবি দেখে মুগ্ধ নেট ব্যবহারকারীরা।
মেট্রো নিউজ অনুসারে ওই ব্যক্তি অবশ্য ওরাং ওটাংয়ের সাহায্য নেননি। কেননা ওই ওরাং ওটাংটি বন্য।
জানা যাচ্ছে, ওই নদীতে সাপ রয়েছে এই খবর পেয়ে তিনি নদীতে নামেন। সেখানে নেমে তিনি নদীর ধারের ঝোপ পরিষ্কার করে সাপের অনুসন্ধান করছিলেন।
এরপরই ওই ওরাং ওটাংটি নদীর তীরে এসে উপস্থিত হয়। সে মনে করে ওই ব্যক্তি বিপদগ্রস্ত বা পানিতে ডুবে যাচ্ছেন। ফলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
Blogger দ্বারা পরিচালিত.