কচকচিয়ে খাচ্ছে সাপ, এ কেমন কাঠবেড়ালি
Odd বাংলা ডেস্ক: দুষ্টু-মিষ্টি, ছোট্টো কাঠবিড়ালি বাদাম যে খেতে বড়োই ভালোবাসে তা সকলেরই জানা।তবে এবার যে ছবি উঠে এল তা সত্যি সকলকে হতবাক করল।চক্ষু দোষ হল নাকি? ছোট্টো কাঠবিড়ালিটি সাপকে কি বাদাম ভাবল? যেভাবে দু’হাতে সাপটাকে ধরে আছে তা দেখে এটা তো মনে হচ্ছে না যে ভুলবশত! জেনেবুঝেই বেশ রসিয়ে রসিয়ে স্যাপ খাচ্ছে কাঠবেড়ালিটি।
আমেরিকার গুয়েদালুপে মাউন্টেন ন্যাশনাল পার্কে দেখা গেল এমনই এক প্রজাতির কাঠবেড়ালি।প্রায় দু’হাত লম্বা সাপটিকে আরাম করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এই কাঠবেড়ালি! সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন জাতীয় পার্কের কর্মীরাই।যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
Post a Comment