মাথায় ছোট, ওজনে বড়! অতিকায় চেহারা তাই উড়তে পারে না এই পেঁচা, কিন্তু একদিন...
Odd বাংলা ডেস্ক: সাধারণত পাখিদের উদ্ধার করা হয়ে থাকে যখন তারা অসুস্থ বা কোনও কারণে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে। কিন্তু সম্প্রতি ইংল্যান্ডে উদ্ধার করা হয়েছে একটি স্থূলকায় পেঁচাকে। কোনও অসুস্থতা বা চোট পাওয়ার কারণে নয়। সমস্যা হল পেঁচার ওজন! পেঁচাটি এতটাই মোটা হয়ে গিয়েছে যে, সে এখন আর উড়তে পারে না।
ইংল্যান্ডের স্যাফক আউল স্যাংচুয়ারির তরফে জানানো হয়েছে প্লাম্প নামে ওই পেঁচাটি এতটাই স্থূলকায় যে এখন আর সে উড়তে পারে না। দেখা গিয়েছে তার ওজন বর্তমানে ২৫৪ গ্রাম, যা কিনা তৃতীয় স্থূলকায় মেয়ে মহিলা পেঁচা। অভয়ারণ্যের মধ্যে টানা ২ সপ্তাহ ধরে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তাঁকে পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি একটি প্রাকৃতির স্থূলতা অর্থাত ন্যাচরাল ওবেসিটি, যা খুবই বিরল।
অবশেষ বিশেষজ্ঞরা এই পাখিটিকে কড়া ডায়েটের মধ্যে রেখেছিলেন। যাতে খুব তাড়াতাড়ি ওজন ঝড়িয়ে সে রোগা হতে পারে। আর সেইমতোই সঠিক পথ্য মেনে খাবার খেয়ে আজ দিব্যি উড়তে পারে সে। দেখুন ভিডিও...
Post a Comment