২ লক্ষ প্রদীপ দিয়ে তৈরি হল রাম-সীতার প্রতিকৃতি, দেখুন সেই অসাধারণ ভিডিও
Odd বাংলা ডেস্ক: প্রায় ২ লক্ষ মাটির প্রদীপ দিয়ে নির্মিত হল রাম-সীতা-লক্ষ্মণ-হনুমান-এর ছবি। সম্প্রতি এই খবরই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। শিল্পী চেতন রাউত এই ২লক্ষ প্রদীপ দিয়ে ভগবান রাম-এর এই ছবি বানিয়ে কার্যত এক নয়া রেকর্ড গড়ে তুলেছেন তিনি।
Amazing portrait made by diyas! Astounded by the scale as well. pic.twitter.com/Qm45LJsnrX— K Sudarshan (@SudarshanEMA) February 9, 2020
মুম্বইয়ের কনকিয়া ফিউচার সিটিতে ২ লক্ষ প্রদীপ অ্যারেঞ্জ করে তৈরি করা হয়েছে এই ছবি। সমগ্র রিপ্রেজেন্টেশনটি ৯০ ফুট লম্বা এবং ৬০ ফুট চওড়া। এবং মোট ৫৪০০ বর্গফুট জায়গা জুড়ে এটি নির্মাণ করা হয়েছে।
Here is a video of it too. Play it with— Pragya Rathore (@pragsrats) February 9, 2020
Sound On pic.twitter.com/8gzt2x3wF7
সোশ্যাল মিডিয়ায় এটির একটি ভিডিও প্রকাশিত করা হয়েছে, যা এক কথায় অনবদ্য। এই অসাধারণ মাস্টারপিসের নির্মমাতা চেতন রাউত মুম্বইয়ের স্যার জেজে কলেজ অব আর্কিটেকচারের প্রাক্তন ছাত্র। তিনি অস্বাভাবিক জিনিসপত্র দিয়ে সুবিশাল প্রতিকৃতি তৈরির জন্য বিখ্যাত। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে লিমকা বুক অব রেকর্ডস।
Wow. This is a beautiful effort. A mosaic of the former President of India Dr. APJ Abdul Kalam, made using keyboard keys by @Bageeraart 🙏 #RepublicDay pic.twitter.com/NVIJhYa6DS— Subrahmanyam KVJ (@SuB8u) January 26, 2018
প্রসঙ্গত এর আগে কি-বোর্ডের বোতাম দিয়ে এপিজে আবদুল কালামের প্রতিকৃতি তৈরি করা হয়েছিল। পাশাপাশি একসঙ্গে বহু সিডি একত্রিত করে ছত্রপতি শিবাজি মহারাজের প্রতিকৃতি তৈরি করেছিলেন তিনি।
Post a Comment