বোডের পরীক্ষায় টুকলি করার পন্থা শিখিয়ে দিচ্ছেন স্বয়ং হেডমাস্টার, কী হল তারপর...


Odd বাংলা ডেস্ক: বোর্ডের পরীক্ষায় ছাত্রদের ভুল পথে চালিত করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল একটি স্কুলের অধ্যক্ষকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। মঙ্গলবার থেকে সারা রাজ্য জুড়ে উত্তরপ্রদেশ সেকেন্ডারি এডুকেশন বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে। 

সেখানেই লখনউ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে মাউ জেলার একটি বেসরকারি স্কুলের ম্যামেজার এবং অধ্যক্ষ যখন পরীক্ষা শুরুর আগে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে কিছু বলছিলেন তখনই গোপনে কেউ চার ভিডিও করে। ভিডিও ক্লিপটিতে দেখা যায় যে, কীভাবে রাজ্য সরকারের নিয়মের বেড়াজাল ভেঙে টুকলি করা যায় তারই পাঠ দিচ্ছিলেন অধ্যক্ষ প্রবীন মাল।  

ভিডিওয় অধ্যক্ষকে বলতে শোনা গিয়েছে, 'আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার কোনও ছাত্র-ছাত্রী ফেল করবে না। স্কুলের শিক্ষকরা আমার বন্ধু। তোমরা নিজেরা আলোচনা করে লিখতে পারো। কোনও উত্তর জানা না থাকলে ১০০ টাকা রেখে দিও। পরীক্ষকরা চোখ বুজে তোমাদের নম্বর দেবে।'
Blogger দ্বারা পরিচালিত.