ভোর রাত থেকে আবার বৃষ্টির সম্ভাবনা


Odd বাংলা ডেস্ক: রবিবার থেকেই মুখভার আকাশের ৷ সোমবারও সূর্যের দেখা মেলেনি । মঙ্গলবার সকাল থেকে শহরের আকাশ মেঘলা, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি ৷ এরমধ্যেই আলিপুর আবহাওবা দফতর জানাল, আগামী ৩ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ধেয়ে আসছে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সর্তকতা জারি। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি ৷ উত্তরবঙ্গে একাধিক জায়গায় চলছে তুষারপাত আর বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামিকালও বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে।
Blogger দ্বারা পরিচালিত.