চিকিৎসকদের মতে মাস্ক পরার সঠিক নিয়ম
Odd বাংলা ডেস্ক: চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত শুধু চীন নয় বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। চীনে একদিনেই ৭০ জনের মৃত্যু হয়েছে। বুধবার পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫৬৪ জন । নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৮৭ জন।
এমনকি ভারতেও চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবিসহ একটি বার্তা ছড়িয়ে পড়েছে। কিভাবে এই মহামারী ভাইরাস আটকাতে কীভাবে মাস্ক পরতে হবে।
সেখানে বলা হয় যে মেডিক্যাল মাস্ক যেমন রঙিন দিকটা বাইরে করে পরা যায়, তেমনই উল্টো করে নিয়ে সাদা দিকটাও বাইরে করে পরা যায়।
সেই বার্তায় বলা হয়, যদি কেউ অসুস্থ হয় তার জন্য রঙিন দিকটা বাইরের দিকে রেখে পরতে হবে।
কিন্তু যে সুস্থ এবং জীবাণু শরীরে প্রবেশ করতে দিতে চায় না, তাকে সাদা দিকটা বাইরের দিকে রেখে পরতে হবে। কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ ভুল বলেছেন চিকিৎসকেরা।
চিকিৎসকের মতে সার্জিক্যাল মাস্ক উল্টো করে পরা উচিত নয়।সব ক্ষেত্রেই রঙিন দিকটা বাইরে থাকবে।সাদা দিকটা বাইরে দিকে রেখে পরলে শুধু যে তা কোনো কাজ করে না তাই নয়, এমনকি এইভাবে মাস্ক ব্যবহার অত্যন্ত অসুবিধাজনকও।
Post a Comment