আরও পকেটে টান, SBI কমিয়ে দিল ফিক্সড ডিপোজিটের সুদের হার
Odd বাংলা ডেস্ক: মোদি সরকারের আমলের অর্থনৈতিক অবস্থা এখন কোন দিকে যাচ্ছে তা নিয়ে সংশয় রয়েছে। বহু অর্থনৈতিক মহলে একদিকে বিরোধী দল অন্যদিকে সাধারণ মানুষের ঘাড়ে করে দুই রকম প্রক্রিয়া যা বিভ্রান্তি ছড়াতে প্রতিমুহূর্তে। রেপো রেট অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক৷ কিন্তু আরবিআই রেপো পরিবর্তন না করলেও ফিক্সড ডিপোজিট সুদ হার কমাল এসবিআই৷
জানা গিয়েছে, সাত মাসের ব্যবধানে আরও এক দফায় ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার কমছে৷ ০.৩ থেকে ০.৫ শতাংশ হারে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমছে৷ সুদের হার কমে দাঁড়িয়েছে, ৭.৯০ শতাংশ থেকে সুদের হার কমে ৭.৮৫ শতাংশ হয়েছে৷ ০.৫ শতাংশ সুদের হার কমছে প্রবীণ নাগরিকদের জন্য৷ অন্যদিকে, গৃহ ও গাড়ি ঋণে সুদের হার বেশ খানিকটা কমানো হয়৷
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এসবিআইয়ের ৭ থেকে ৪৫ দিনের মধ্যে ফিক্সড ডিপোজিটে নয়া সুদ দাঁড়াবে ৪.৫০ শতাংশ, ৪৬ দিন থেকে ১৭৯ দিনে সুদের হার ৫ শতাংশ, ১৮০ থেকে ২১০ দিনের সুদের হার ৫.৫০ শতাংশ, ২১১ থেকে ১ বছরে সুদে ৫.৫০ শতাংশ, ১ থেকে ২ বছরের কম হলে ৬ শতাংশ, ২ থেকে ৩ বছরের কম হলে ৬ শতাংশ, ৩ থেকে ১০ বছর পর্যন্ত ৬ শতাংশ হারে সুদ দেওয়া হবে৷
Post a Comment