পৃথিবীর আছে ২টো চাঁদ, চাঞ্চল্য বিজ্ঞানী মহলে


Odd বাংলা ডেস্ক: ক্যাটালিনা স্কাই সার্ভের জ্যোতির্বিজ্ঞানীরা এমনটাই আবিষ্কার করেছেন। তাদের বক্তব্য চাঁদ ছাড়াও আরও একটি উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে। এবং এটার চরিত্র ঠিক চাঁদের মতোই। যদিও তারা এটাও বলেছেন যে চাঁদের মতো সুপ্রাচীন এটা নয়। বরং বাইরে থেকে ছিটকে এসে এটি পৃথিবীর টানে তার চারিদিকে ঘুরতে শুরু করেছে। আকারে অনেকটাই ছোট এটা। 

আবার কিছু বিজ্ঞানী বলছেন যে এটা পৃথিবীর বাইরে থাকা কোনো খারাপ স্যাটেলাইটও হতে পারে। তবে ক্যাটালিনার বিজ্ঞানীরা নিশ্চিত এটা আরেকটা চাঁদ। 
Blogger দ্বারা পরিচালিত.