পাক প্রেসিডেন্টের সঙ্গে নাকি কাশ্মীর নিয়ে আলোচনা, চাপের মুখে শত্রুঘ্ন সিনহা
Odd বাংলা ডেস্ক: পাকিস্তানের লাহৌরে একটি বিয়ে বাড়িতে যোগ দিতে গিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। পাক ব্যবসায়ী মিয়াঁ আসাদ আহসানের আমন্ত্রণে তাঁর ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই লাহৌর গিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। আর সেখানে গিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে সাক্ষাত হয়েছে তার। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্কের মুখোমুখি হন শত্রুঘ্ন সিনহা।
on the invite of great businessman,entrepreneur#MianAsadEshan & his wife, our bhabhi#MrsSamy.He is a dear family friend & my wife #MrsPoonamSinha’s rakhi brother. I’m here representing my family for the wedding of Mian Asad Eshan’s son#MianAhmedAsad’s wedding with #HeenaBaig. pic.twitter.com/a85NumcYeS— Shatrughan Sinha (@ShatruganSinha) February 22, 2020
কারণ পাক প্রেসিডেন্ট টুইট করে জানান যে, ভারত-পাক সীমান্তে অশান্তির পরিবেশ দূর করার বিষয়ে তাঁদের দুজনের মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু শত্রুঘ্ন সিনহা অন্যদিকে দাবি করেছেন তাঁদের মধ্যে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। প্রসঙ্গত শনিবার রাজ্যপালের ভবনে গিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। আর এর পরই পাক প্রেসিডেন্টের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয় যে, শক্রঘ্ন সিনহার সঙ্গে তাঁর পাকিস্তান নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আরও জানা গিয়েছে যে, কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর কাশ্মীর নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে একসঙ্গে উদ্বেগও প্রকাশ করেছেন প্রাক্তন সাংসদ-মন্ত্রী শত্রুঘ্ন সিনহা।
Post a Comment