দুই পুরুষের পর পর্দায় এবার দুই নারীর সমপ্রেমের গল্প, দেখুন ছবির ট্রেলার


Odd বাংলা ডেস্ক: বড় পর্দায় সাফল্যের মুখ দেখেছে আয়ুস্মান খুরানা এবং জিতেন্দ্র কুমারের ছবি শুভ মঙ্গল জ্যাদা সাবধান। ছবিতে দুই পুরুষের সমপ্রেম প্রদর্শিত হয়েছে। আর এবার পর্দায় দেখা যাবে দুই মেয়ের সমপ্রেমের কাহিনি। ছবির নাম শির কোরমা। ছবিতে দুজন মেয়ের প্রেম এবং তাঁদের সম্পর্ক বয়ে বেড়াতে গিয়ে পরিবারের ঘেরাটোপে তাদের কতটা কঠিন যাত্রাপথ পেরোতে হয় সেই কাহিনি ফুটে উঠেছে ছবির ট্রেলারে। 

পরিচালক ফারাজ আরিফ আনসারি এই ছবিতে সমপ্রেম নিয়ে সমাজের গতনুগতিকতা খানিকটা হলেও ভেঙে ফেলার চেষ্টা করেছেন। সমাজের প্রথাগত রীতি-নীতি থেকে বেরিয়ে এসে দুই প্রেমিকার ভালবাসার লড়াই প্রতিভাত হয়েছে ছবির ট্রেলারে। 

ছবিতে দুই সমপ্রেমীর চরিত্রে অভিনয় করেছেন স্বরা ভাস্কর (সিতারা) এবং দিব্যা দত্ত (সায়রা)। দিব্যা দত্তের মায়ের চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি। তাঁদের প্রেম কি পরিবারের স্বীকৃতি পাবে কি না সেই লড়াইও বর্ণিত রয়েছে এর কাহিনিতে। দেখুন ছবির ট্রেলার। 
Blogger দ্বারা পরিচালিত.