পুলওয়ামা হামলায় শহিদ স্বামীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন স্ত্রী
Odd বাংলা ডেস্ক: বয়স তাঁর আটাশ বছর। যে বয়সে মেয়েরা বিয়ে করে সুখে সংসার করেছে সেই বয়সে এসে স্বামী হারিয়ে একা নিকিতা কৌল। স্বামী ছিলেন মেজর বিভূতিভূষণ ধুনদিয়াল, যিনি ২০১৯-এ ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ঘটে যাওয়া জইশ সন্ত্রাসবাদীদের হামলায় শহিদ হয়েছিলেন। তার আগের বছর এপ্রিল মাসেই বিয়ে হয় তাঁদের।
স্বামীর স্বপ্নকে সফল করতে এবার সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন শহিদ মেজরের স্ত্রী। নিকিতা কৌল আদতে কাশ্মীরি। তিনি শর্ট সার্ভিস কমিশন পরীক্ষা এবং ইন্টারভিউ পর্বেও উতরে গিয়েছেন। এবার তিনি কেবল মেধা তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছে। মেধা তালিকা প্রকাশের পরেই ক্যাডেট হিসাবে সেনাবাহিনীতে যোগ দেন।
স্বামীর মৃত্যুর পর নিজের বাবা-মায়ের সঙ্গে দিল্লিতে থাকেন কৌল। সেখানে একটি বহুজাতিক সংস্থায় কাজও করেন। প্রয়াত স্বামীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই সেনাবাহিনিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্বামীর মতোই দেশের জন্য কাজ করতে চান তিনি।
Post a Comment