বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরছেন সৌরেন্দ্র ও সৌম্যজিৎ


বিক্রম পাঠক: স্নিগ্ধতা হয়তো একেই বলে। যখন পৃথিবীতে জগঝম্পের প্রাচুর্য্য তখনই হাজির এই ডুয়ো (Duo)। সৌরেন্দ্র ও সৌম্যজিতের হাত ধরে উঠে আসছে একের পর এক স্বর্ণ যুগের গান। গানগুলির উপস্থাপনা এমনই যা আপনাকে একাকিত্বের কথা মনে করিয়ে দেবে। প্রত্যেক মানুষ কিছুটা সময়ের জন্য হলেও একাকিত্ব ভালবাসে। আর তখনই প্রয়োজনীয় হয়ে পড়ে এই সঙ্গীতজ্ঞ জুটি। 



সম্প্রতি জাতির জনকের আদর্শকে মাথায় রেখে তারা হাজির করেছেন ইন্সপায়ার ইন্ডিয়া কনসার্ট। এবং সেখানে হাজির ছিলেন সারা দেশের বিখ্যাত সমস্ত ব্যক্তিত্বরা। আপনাদের আরও জানিয়ে রাখি সৌরেন্দ্র ও সৌম্যজিতের উপস্থাপনায় রয়েছে বেশ কিছু বিখ্যাত স্বর্ণ যুগের বাংলা গানও।  সেই গানগুলিও আপনারা শুনতে পারেন তাদের ইউটিউব চ্যানেলে। 



     
Blogger দ্বারা পরিচালিত.