মেয়েদের উলঙ্গ হতে হবে সরকারি চাকরি করতে গেলে, মোদীর রাজ্যে অদ্ভুত নিয়ম


Odd বাংলা ডেস্ক: মেডিক্যাল পরীক্ষার জন্য নগ্ন হয়ে দীর্ঘক্ষণ হাসপাতালের লাইনে দাঁড়াতে হল পুরনিগমের মহিলা ট্রেনি ক্লার্কদের। লজ্জাজনক ঘটনা আবারও সেই মোদীর রাজ্যেই। এখানেই শেষ নয়, ওই মহিলা কর্মীদের বিতর্কিত 'টু ফিঙ্গার' টেস্ট দিতে হয় বলেও অভিযোগ। এমনকি অবিবাহিত মহিলাদের থেকে জানতে চাওয়া হয়, তাঁরা কোনও সময় গর্ভবতী হয়েছেন কি না-সহ আরও বহু গোপনীয় প্রশ্ন। ভূজে ছাত্রীদের হস্টেলে পিরিয়ড হয়েছে কি না খুঁজতে তাঁদের নগ্ন করা হয়েছিল। সেই নিয়ে তোলপাড় শুরু হয় দেশে। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয় চারজনকে। সপ্তাহ না কাটতেই একই ঘটনার পুণরাবৃত্তি সুরাতে। পুরনিগমের মহিলা ট্রেনি ক্লার্কদের মেডিক্যাল পরীক্ষার জন্য দীর্ঘক্ষণ হাসপাতালে লাইন দিয়ে নগ্ন করে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। এমনকি মহিলা চিকিৎসকরাও ব্যক্তিগত প্রশ্ন করে নাজেহাল করে দিয়েছেন তাঁদের।


ইতিমধ্যেই এই মর্মে কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছে কর্মচারীদের সংগঠন। তাঁদের অভিযোগ, শতাধিক মহিলাকে বাধ্যতামূলক ফিটনেস টেস্টের জন্য সুরাত মিউনিসিপ্যাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে গিয়ে অত্যন্ত অস্বস্তির মুখে পড়তে হয়েছে। ঘটনা প্রসঙ্গে এক আধিকারিক বলেন, "মহিলা কর্মীদের জোর করে নগ্ন করে একসঙ্গে দাঁড় করিয়ে রাখা হয়েছিল দীর্ঘক্ষণ। একটি ঘরে ১০জন করে ছিলেন। দরজাও ঠিকমত বন্ধ ছিল না। শুধু একটি পর্দা টাঙানো ছিল।"
Blogger দ্বারা পরিচালিত.