তাঁর নাম জপলে দূরে থাকবে করোনাভাইরাস, চ্যালেঞ্জ করল ধর্ষণে অভিযুক্ত গুরু নিত্যানন্দ
Odd বাংলা ডেস্ক: ইতিমধ্যেই তাঁর নামে রয়েছে ধর্ষণ, অপহরণ এবং যৌন কেলেঙ্কারির মতো একাধিক অভিযোগ। তিনি হলেন স্বঘোষিত গুরু নিত্যানন্দ। করোনা তাঁকে খুঁজতে ইন্টারপোলের তরফে জারি করা হয়েছে ব্লু- নোটিশ। এত কিছুর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়াকর করলেন গুরু নিত্যানন্দ। করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার উপায় হিসাবে তাঁর নিজের নাম জপ করতে বললেন স্বঘোষিত স্বামী নিত্যানন্দ মহারাজ। টুইটারে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, তাঁর নাম জপ করলেই পালাবে করোনভাইরাস। এবং তিনি নিজে শিখিয়েও দিয়েছেন যে, ঠিক কীভাবে তাঁর নাম জপ করলে মিলবে ফল।
তিনি জানিয়েছেন, ১ মিনিট ৬ সেকেন্ডের ওই টুইটার ভিডিওতে তিনি বলেছেন, 'ওম নিত্যানন্দ পরম শিবম' এই মন্ত্রটি টানা ৪৮ ঘণ্টা জপ করতে হবে। আর এর ফলেই নাকি শরীরে আসবে এক বিশেষ শক্তি। আর সেই শক্তিই নাকি করোনাভাইরাসকে শরীরস থেকে বের করে দিতে সাহায্য করবে।
তিনি রীতিমতো চ্যালেঞ্জ করে জানিয়েছেন, ভগবান শিবের নামে এই মন্ত্র জপ করলে কাজ হবে ম্যাজিকের মতো। তিনি আরও বলেন যে-কেউ এই মন্ত্র পরীক্ষা করেও দেখতে পারেন।
Post a Comment