গত ৩০০ বছরে এই প্রথম ধোয়া হল ঐতিহাসিক স্মৃতিসৌধ, তাজমহল


Odd বাংলা ডেস্ক: এ যেন এক ঐতিহাসিক দিন। ২৪ ফেব্রুয়ারি ভারতের মাটিতে পা রেখেছিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন বিশ্বের সম্পত আশ্চর্যের অন্যতম তাজমহল পরিদর্শন করলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আর সেই উপলক্ষ্যেই প্রায় ৩০০ বছরের পুরনো এই স্মৃতিসৌধের সংস্কার এবং পরিষ্কার করে হল। মার্কিন প্রেসিডেন্ট এদিন সস্ত্রীক, মেয়ে-জামাই নিয়ে তাজমহল দর্শনে আসেন। আর সেই উপলক্ষ্যেই শাহজাহান-মুমতাজের স্মৃতিসৌধ সংস্কারের কাজ করা হল। 

সুপ্রাচীন এই স্মৃতিসৌধটি কয়েকশো বছরের ইতিহাসের সাক্ষী। কিন্তু স্থাপনাকালের পর থেকে উত্তরপ্রদেশে বিভিন্ন সরকার এসেছে-গিয়েছে, কিন্তু কোনও সরকারের তরফেই সেই সৌধের সংস্কার করার চেষ্টা করা হয়নি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এসেছেন বলে কথা। সূত্রের খবর আর সেই কারণেই সমাধিস্থলের ওপর মাটির প্রলেপ লাগানো হয়েছে এবং গোটা সমাধি ডিস্টিল ওয়াটার দিয়ে ধোয়া হয়েছে। প্রসঙ্গত, আজ থেকে ৩০০ বছর আগে যখন থেকে তাজমহলের রেপ্লিকা স্থাপিত হয়েছিল তার পর থেকে পাঁচবার মুলতালি মাটি দিয়ে প্রলেপ দেওয়া হয়েছিল। কিন্তু সেই অর্থে সাফসাফাই করা হয়নি। 
Blogger দ্বারা পরিচালিত.