দলিত কিশোরকে দিয়ে জুতো খুলিয়ে মন্ত্রীর মুখে চওড়া হাসি! ভাইরাল ভিডিও দেখে নিন্দার ঝড়
Odd বাংলা ডেস্ক: আবারও বর্ণবৈষম্যের শিকার দলিত যুবক। এর আগে দলিতদের দিয়ে জুতো চাটানোর ঘটনা প্রকাশ্যে এসেছিল। আর এবার ভাইরাল হল এক মন্ত্রীর কীর্তি। তামিলনাড়ুর বনমন্ত্রীর মুখে চওড়া হাসি এবং তাঁর পায়ের জুতো খুলে দিচ্ছেন এক দলিত কিশোর! ভিডিও ভাইরাল হতেই মন্ত্রীর বিরুদ্ধে নিন্দার ঝড় তুলেছেন নেটিজেনরা।
কুনকি হাতিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিলগিরির মুদুমালাই টাইগার রিজার্ভে ৪৮ দিনের ক্যাম্প করেছে রাজ্যের বন দফতর। সেই ক্যাম্প তদারকি করতেই সেখানে গিয়েছিলেন রাজ্যের বনমন্ত্রী দিনদিগাল সি শ্রীনিবাসন। সংলগ্ন এলাকাতেই ছিল আদিবাসীদের গ্রাম। সেখান দিয়ে ক্যাম্পে যাওয়ার পথেই এমন কাণ্ড ঘটান তিনি।
This is shocking VVIP racism. TN forest minister Dindigul C Sreenivasan calls two tribal boys and asks them to remove his slippers so that he can enter a shrine!!!#Mudumalai #VVIPRacism #TamilNadu pic.twitter.com/FDD4Cbdkud— Shilpa Nair (@NairShilpa1308) February 6, 2020
মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ইচ্ছা করেই গ্রামের ছেলেদের ডেকে এনে পায়ের জুতো খোলাতে বাধ্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকের দাবি, দলিত ছেলেটি নীচু হয়ে যখন জুতো খুলছিল, মন্ত্রীর মুখে ছিল চওড়া হাসি। এই গোটা ব্যাপারটাতে তিনি যথেষ্ট মজা পেয়েছেন বলেই দাবি একাংশের।
Post a Comment