বাড়ির এইদিকে জলের পাত্র রাখলে প্রচুর ধনসম্পদ লাভ হতে পারে, অন্যথায় মহা বিপদ, বলছে বাস্তু
Odd বাংলা ডেস্ক: জলের পাত্র কোথায়ল রাখছেন তার ওপরেও কিন্তু নির্ভর করে আপনার ভাগ্য তথা জীবনের উত্থান-পতন। এমনটাই দাবি করেন বাস্তুশাস্ত্রবিদরা। বাস্তু শাস্ত্রমতে আপনি ঘরের কোথায় কোন সামগ্রী রাখছেন, তার উপরে অনেক কিছু নির্ভর করে। সঠিক দিকে বস্তুকে না রাখলে লাগতে পারে বাস্তু দোষ। জেনে নিন বাড়িতে কোথায় জলের আধার রাখা উচিত।
১) বাস্তু শাস্ত্র মতে, অন্য অনেক কিছুর মতোই জলের আধার রাখার জন্য নির্দিষ্ট দিকের কথা বলা হয়েছে। মূলত পূর্ব ও উত্তর দিককেই জলের আধার রাখার জন্য অনুকূল বলা হয়।
২) বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির উত্তর দিকে জলের আধার রাখলে পরিবারের সুখ-শান্তি বজায় থাকে।
৩) তবে বাড়ির পূর্বদিকে যদি জলাধার রাখেন তাহলে বিপুল পরিমাণে ধন-সম্পদ লাভ হয়।
৪) পাশাপাশি বাস্তুশাস্ত্রে এও বলা হয় যে, জলাধার যদি বাড়ির পশ্চিম দিকে রাখা যায় তাহলে বাড়িতে সম্পদ বৃদ্ধি হয়।
এই দিকে জলাধার রাখলেও বাড়ির দক্ষিণ দিক, দক্ষিণ-পূর্ব দিক ও দক্ষিণ-পশ্চিম দিকে কখনওই জলের ট্যাঙ্ক রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্রবিদরা বলেন, জলের পাত্র বা ট্যাঙ্ক বাড়ির দক্ষিণ দিকে মুখ করে রাখলে পরিবারের সুখ-সমৃদ্ধি নষ্ট হয়। সংসারে নেমে আসে ঘোর অমঙ্গল। পাশাপাশি দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে জলের পাত্র রাখলে বাস্তু দোষ লাগতে পারে। কারণ এই দিক অগ্নির দিক। পাশাপাশি বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে জলের পাত্র রাখলে পরিবারে অসুখের প্রকোপ দেখা দিতে পারে।
Post a Comment