আপনার বদঅভ্যাসের জন্যই কিন্তু গ্রহের খারাপ প্রভাবের কবলে পড়তে পারেন আপনি
Odd বাংলা ডেস্ক: অনেকেই এমন রয়েছেন যাঁরা বিভিন্ন রকমের বদভ্যাসের শিকার। কিন্তু জানে কি, এইসব বদভ্যাসের কারণে গ্রহের কুপ্রভাব পড়তে পারে আপনার জীবনে। জেনে নিন তেমনই কিছু বদভ্যাসের কথা, যেগুলি যত শীঘ্রই সম্ভব ছেড়ে দেওয়ার চেষ্টা করুন।
১) খিদে না থাকলেও অনেকসময় ঘন ঘন খাবার খাওয়ার অভ্যাস থাকে অনেকের। এমনটা করলে সূর্যের অশুভ প্রভাব পড়বে আপনার জীবনে।
২) অনেকেই খেতে বসে খাবার নষ্ট করেন। এতে মঙ্গল ও শুক্র-এর কুনজরে পড়তে হতে পারে আপনাকে। আর এর কারণেই আর্থিক দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে। সেইসঙ্গে গার্হস্থ্য হিংসা প্রকোপও দেখা দিতে পারে।
৩) অনেকেই বসে বসে নিজের পা নাড়াতে থাকেন। এটা একটা অত্যন্ত বদ অভ্যাস। যারা এমন করেন তাঁদের উপরে শনি ও বুধ অশুভ প্রভাব পড়তে পারে। ফলে দুর্ভাগ্য নেমে আসতে পারে জীবনে। এর থেকে বাঁচতে জ্যোতিষ শাস্ত্র অনুসারে, প্রতি শনিবার পিপল গাছে জল দিন ও বুধবার গরুকে মুগডাল খাওয়ান।
৪) জল অপচয় শুধু সমাজের ক্ষতিই নয়, এটা একটা মারাত্মক বদঅভ্যাস। অনেকেই জলের অপচয় করেন। প্রয়োজনের অতিরিক্ত জল খরচ করাটা অত্যন্ত খারাপ অভ্যাস। যাঁরা এই বদভ্যাসের শিকার, তাঁদের চন্দ্রদোষ লাগে। যা তার পরিবারের মেয়েদের স্বাস্থ্যের জন্যও অশুভ। পাশাপাশি পারিবারিক শান্তিও বিঘ্নিত হয়।
Post a Comment