চটজলদি দাড়ি বড় করতে চান, মেনে চলুন সহজ এই কয়টি টিপস


Odd বাংলা ডেস্ক: ক্লিন সেভ-এর তুলনায় মোটা গোঁফ দাড়ি রাখাটাই এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অনেকেই এমন রয়েছেন যাঁরা বহু চেষ্টা সত্ত্বেও দাড়ি বড় করতে পারছেন না। তাঁদের জন্য রইল কিছু টিপস, যেগুলি মেনে চললে খুব সহজেই গজাবে দাড়ি। 

১) মুখের ত্বকের যত্ন নিন। নিয়মিত মুখ পরিষ্কার করুন। মুখের ত্বকের উপর থেকে মরা কোষগুলি দূর করার চেষ্টা করুন। এর ফলে নতুন দাড়ি গজানোর প্রক্রিয়াটি সহজ হবে। 

২) একটু দাড়ি গজানোর পর বারবার দাড়ি কাটার ব্যস্ত হয়ে পড়বেনন না। অনেকে বলেন বার বার দাড়ি কাটলে দাড়ি ঘন হয়। এর কোনও বৈজ্ঞানিক ব্যাখা নেই কিন্তু। প্রথমে দাড়ি বাড়তে দিন, এরপর ৪ থেকে ৬ সপ্তাহ পর পর ছেঁটে নিন।

৩) পেঁয়াজের রস মাখুন। পেঁয়াজের রস মুখের উপর লাগালে দাড়ির গ্রোথ ভাল হয় বাড়তে সাহায্য করে। পেঁয়াজের রসে থাকা সালফার দাড়ি বাড়াতে সাহায্য করে।

৪) খাদ্য তালিকায় নিয়মিত ভিটামিন ও মিনারেল যুক্ত খাবার, ফল এবং শাক-সবজি রাখুন।

৫) ইউক্যালিপটাস সমৃদ্ধ ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন এতে করে দাঁড়ি দ্রুত গজাবে।

৬) ভিটামিন বি কমপ্লেক্স দাড়ি দ্রুত গজাতে সাহায্য করে। চিকিৎসকের পরামর্শ মতো নানা ধরনের হেল্থ সাপ্লিমেন্ট ও ভিটামিনও খেতে পারেন। এতে দাড়ির বৃদ্ধি বাড়ানো যায়। 
Blogger দ্বারা পরিচালিত.