বয়স মাত্র ৫, ছোট্ট ছোট্ট পায়ে ১৪টি দেশ, ৪২টি শহর ঘুরে ফেলেছে এই ক্ষুদে ভ্রমণপিয়াসী


Odd বাংলা ডেস্ক:  বেড়াতে যেতে ভালবাসেন তাঁদের শুধু প্রয়োজন কাজ থেকে একটু ছুটির। আর ছুটি পেলেই এক ছুটে হারিয়ে যাওয়া। তবে বাস্তবে সেই ফুরসত বরাত জোরেই মেলে। কিন্তু জানেন কি, পাঁচ বছর বয়সী এই মেয়েটিই ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গিয়েছেন নিজের স্বপ্নপূরণের পথে। 

সবেমাত্র কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা শুরু করেছে ছোট্ট সেলিন। আর এরই মধ্যে প্রায় ৬টি মহাদেশে পাড়ি দিয়ে ফেলেছে সে। যার মধ্য রয়েছে ১৪টি দেশ এবং ৪২টি শহর। প্রায় ১৫০টিরও বেশি ইউনাইটেড ফ্লাইটের হাত ধরে এখনও পর্যন্ত প্রায় ২,৫০,০০০ মাইল পথ পাড়ি দিয়ে ফেলেছে সে। 

আর এই কারমেই পাঁচ বছরের সেলিন ইউনাইটেড মাইলেজপ্লাসের সদস্যও হয়ে উঠেছেন। কনিষ্ঠতম এই সদস্যের এই আনন্দের খবর ইউনাইটেড-এর তরফ প্রকাশ করা হয়েছে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে। যে ভিডিওতে দেখা গিয়েছে ছোট্ট সেলিন তাঁর বাবা-মায়ের সঙ্গে ছুটির মেজাজ উপভোগ করছে। সেলিনের মায়ের কথায় সেলিন যখন মাত্র ৯ মাসের তখন থেকেই দেশে-বিদেশে ভ্রমণ করছে সে। রোমাঞ্চের প্রতি তীব্র আকর্ষণ থেকেই বেড়াতে বেরিয়ে যান তাঁরা, জানিয়েছেন সেলিনের মা।
Blogger দ্বারা পরিচালিত.