এই ছোট্ট ছানা এখন দাপিয়ে বেড়াচ্ছে বলিউড, চিনতে পারছেন একে
Odd বাংলা ডেস্ক: ছোটবেলার ছবিতে মিশে থাকে অনেক স্মৃতি যা মনের মমিকোঠায় অমলিন হয়ে থাকে। তেমনই এক বলি কন্যার ছোটবেলার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে হুবহু কলকাতার রসগোল্লার মতো দেখতে একটি শিশু! কথা হচ্ছে আলিয়া ভাটের। দিদি শাহিনের সঙ্গে 'সিবলিং গোলস' শেয়ার করেন আলিয়া।
দিদি শাহিন কীভাবে মানসিক অবসাদের মধ্যে দিয়ে গিয়েছিল এবং তাকে জয় করেছিল সেই কাহিনি বলতে গিয়ে পাবলিক ফোরামেও চোখে জল আসে আলিয়ার। তবে কর্মজীবনের পাশাপাশি আলিয়া যে একজন পুরদস্তুর ঘরোয়া মেয়ে এবং সে যে পরিবারের সঙ্গে সময় কাটাতে খুবই ভালবাসেন তিনি।
সম্প্রতি আলিয়া ভট এবং তাঁর দিদি শাহিনের ছোটবেলার একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যা দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে সেদিনেই সেই ছোট্ট মেয়েটি আজ রণবীর কাপুরের ঘরণী হতে চলেছেন।
Post a Comment