এই একটা ৫ টাকার কয়েনের দাম এক লাখ টাকা?


ফিলাটেলিক ব্যুরো:  বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি খবর চাওর হচ্ছিল। আর তা হচ্ছে ২০০৪ সালে হায়দ্রাবাদ মিন্টে তৈরি 5 টাকার এই কয়েনের দাম ১ লাখ টাকা। অনেকেই সেই নিয়ে প্রশ্নও করেছিলেন যে সত্যিই এই কয়েনের দাম ১ লাখ টাকা কিনা। কিন্তু আসলে তা নয়। এই কয়েনের বাজার মূল্য ৫ টাকার বেশি নয়।  হায়দ্রাবাদ মিন্টের সমস্ত কয়েনেই তারা চিহ্ন থাকে। আর তাই এই কয়েনের নাকি দাম অনেক। কিন্তু এই ধারনা একেবারেই ভুল।

আসলে এই ৫ টাকার কয়েনের দাম ১ লাখ টাকা


এবার আসল কয়েনের কথায় আসা যাক কোন কয়েনটার মূল্য ১০০০০০  টাকা। সেটা হল ওপরের এই বিশেষ ৫ টাকার কয়েনটি। ২০০৪ সালে এই রকম বাই-মেটালিক কয়েনের মূল্য বর্তমানে ১ লাখ টাকা। তবে এই কয়েন বাজারে আসার পরই তৎকালীন কংগ্রেস সরকার এই কয়েনকে অধিক মূল্য যুক্ত কয়েন বলে বাজার থেকে তুলে নেয়। আর তখনই কিছু মানুষ এই কয়েন বাজারে না চালিয়ে তাদের কাছেই রেখে দেয়। যাদের কাছে আছে এই কয়েন তারা এটার মূল্য কমপক্ষে ১ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন।  
Blogger দ্বারা পরিচালিত.