জার্মানিতে রয়েছে আঙুলের ছাপের মতো দেখতে এই গ্রাম? জেনে নিন এর আসল সত্যটি


Odd বাংলা ডেস্ক: সবুজ রঙে ঘেরা আঙুলের ছাপের মতো দেখতে এই সুন্দরদৃশ্য গ্রামটি একেবারেই ছবির মতো। সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে যে, এটি নাকি জার্মানির একটি গ্রাম। গ্রামের নাম এরবিল (Erbil)।

কিন্তু জানা গিয়েছে, এটি মোটেই জার্মানির কোনও গ্রাম নয়। এটি আসলে শিল্পী জ্যাকব আইসিংগ্যারের একটি ডিজিটাল প্রোডাকশন মাত্র। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত মোডাস ম্যাগাজিনের (Modus magazine) কভারের জন্য তিনি এই ডিজিটাল আর্টটি তৈরি করেছিলেন। 

এই শিল্পকর্মের আরও কয়েকটি ছবি এই শিল্পী নিজেই পোস্ট করেছিলেন। এই সোশ্যাল প্লাটফর্মটি অবশ্য অ্যাডোবের মালিকানাধীন একটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। আইসিংগ্যারের কথায়, মোডাস ম্যাগাজিনের ফেব্রুয়ারি মাসের সংস্করণে তাঁরে বলা হয়েছিল এই ধরণের স্যাটেলাইট আর্টওয়ার্ক তৈরির জন্য বলা হয়েছিল। সেইজন্য এই অসাধারণ শিল্পকর্মটি তিনি নিজের হাতে ফুটিয়ে তুলেছিলেন।   
Blogger দ্বারা পরিচালিত.