পাত্তা দিচ্ছেন না! উঠোনে জন্মানো এই আগাছাই হাজারও রোগের প্রতিষেধক


Odd বাংলা ডেস্ক: আমরা অনেক সময় অনেক ছোটখাটো জিনিসকে পাত্তা দিই না, সেটা রোগই হোক বা কোনো রোগ নিরাময়ের প্রক্রিয়া হোক। এমন অনেক রোগ আছে যার প্রতিষেধক বিভিন্ন গাছ থেকেই আসে। এমনই কিছু আগাছা আমাদের বাড়ির চারপাশে জন্মায় যা আমরা ছেটে ফেলি, কিন্তু সেই আগাছাই অনেক রোগের প্রতিষেধক। তা থেকে সহজেই বহু ছোট বড় রোগ নিরাময় করা সম্ভব। সর্পগন্ধা আমাদের অতিপরিচিত একটি ভেষজ উদ্ভিদ। এটি ওষধি গুনের জন্য বিখ্যাত। এই গাছে গ্লুকোজ, অলিক এসিড, ফিউমারিক এসিড থাকে যা চিকিৎসা ক্ষেত্রে উপকারী ভূমিকা রাখে। জ্বর, ঠান্ডা-কাশির প্রতিষেধক হিসাবে ব্যবহার হয় সর্পগন্ধা। বিভিন্ন সরীসৃপ বা পোকা মাকড় কামড়ালে সেই জ্বালা ক্ষত সারাতে প্রতিষেধক হিসাবে সর্পগন্ধা ব্যবহার করা হয়। এছাড়া সর্পগন্ধার শিকড় ও পাতায় অ্যালকালয়েড থাকে যা রক্তচাপ কমাতে সাহায্য করে। সর্পগন্ধা পাতার নির্জাস চোখের ছানি কাটাতে সাহায্য করে। বিভিন্ন চর্মরোগ নিরাময়ে এর ওসুধ কাজে আসে। রাতে যাদের ঘুমের সমস্যা আছে তারা সর্পগন্ধার শিকড়ের গুড়া খেতে পারেন। অনেকেরই বাড়ির উঠানে তুলসী গাছ থাকে। আনেকেই সেই গুলোকে সেইভাবে যত্ন করে না, কিন্তু এই তুলসী অনেক গুনের অধিকারী।

এটি সর্দি কাশি, কৃমি, হজমের অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে। তবে কফের প্রাধান্যে যে রোগের সৃষ্টি হয় সেইসব রোগের জন্য খুবই উপকারী তুলসী। তুলসী পাতার সাথে মধু মিশিয়ে খাওয়ালে বাচ্চাদের কাশি, পেট কামড়ানো ও লিভার দোষে উপকার পাওয়া যায়। তুলসীর সাথে লেবুর রস মিশিয়ে খেলে কৃমির রোগের উপশম হয়। আমাদের বাড়ির চারপাশে অনেক আগাছা জন্মায় তাদের আমরা ছেটে ফেলি। কিন্তু অনেক আগাছা আছে যাদের গুনাবলী প্রচুর। যেমন আয়াপনকে অমুল্যরত্ন বললে ভুল কিছু বলা হবে না। কিন্তু এই আয়াপন একপ্রকার অগাছা যেটা বাড়ির আশেপাশেই জন্মায়, কিন্তু আমরা পাত্তা দিই না। অথচ এই আয়াপন অনেক রোগের প্রতিষেধক। বাড়ির উঠানে কিংবা টবে এই গাছের বীজ রোপন করা যেতে পারে। আদতে আমেরিকার গাছ এই আয়াপন। মুলত নাতিশীতোষ্ণ অঞ্চলে এই গাছ দেখা যায়। দুই বঙ্গের ভিজে স্যতস্যেতে ছায়াছন্ন জমিতে গুল্ম জাতীয় এই গাছটি বৃদ্ধি পায়। এর পাতাগুলি তেজপাতার ধরনের। রক্তচাপ কমে গেলে বা রক্তশূন্য হয়ে পড়লে আয়াপন পাতার রস দুধের সাথে মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায়। কেটে গিয়ে রক্তক্ষরন বন্ধ না হলে আয়াপন পাতার রস ওই ক্ষত জায়গায় লাগালে রক্ত বন্ধ হয়ে যায়।
Blogger দ্বারা পরিচালিত.