আর দুষ্টুমি করবে না সে, চিরনিদ্রায় বিরল প্রজাতির 'টিম'


Odd বাংলা ডেস্ক: গত ৪ ফেব্রুয়ারি ছিল কেনিয়ার আম্বোসেরি জাতীয় উদ্যানের জন্য একটা মন খারাপের দিন। সারা বিশ্ব জুড়ে হাতে গোনা দাঁতাল হাতিদের মধ্যে অন্যতম টিম মারা গেল অবশেষে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। 

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, উদ্যানের মধ্যে সবচেয়ে দুষ্টু এবং সকলের প্রিয় টিমের মৃত্যু প্রাকৃতিকভাবেই হয়েছে। লম্বা দাঁতযুক্ত আফ্রিকান টিমের মরদেহ নাইরোবির এক বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে, যাতে তাঁর দাঁতগুলি সংরক্ষণ করা যায়। 


কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস-এর তরফে একটি বিবৃতি দিয়ে টিমকে স্মরণ করে জানিয়েছেন উদ্যানের সকলের কাছে খুবই প্রিয় ছিল। সকলের স্নেহভাজন হওয়ার পাশাপাশি খুবই দুষ্টু ছিল টিম। টিমকে দেখার জন্যই এই জাতীয় উদ্যানে ভীড় জমায় সাধারণ মানুষ। টিমের পরিবারের টলস্টয়, টাউনসেন্ড এবং ক্রেইগকে রেখে গিয়েছে। সাম্প্রতিককালে চোরাশিকার এবং প্রাণীদের এলাকা দখলদারি নিয়ে সমস্যার কারণে হাতির সংখ্যা দিনে দিনে আরও কমছে।
Blogger দ্বারা পরিচালিত.