এক রূপান্তরকামী নারী থেকে পুরুষ হওয়ার সময় গর্ভবতী হয়ে পরলেন


Odd বাংলা ডেস্ক: নিজেদের প্রেমের কাহিনি সকলের সঙ্গে ভাগ করে নিতে উইলি এবং স্টিফেন টেলিভিশনের একটি জনপ্রিয় টক-শোতে শেয়ার করেছেন নিজেদের অভিজ্ঞতার কথা । স্টিফেন জানিয়েছিলেন যে, তিনি পুরুষদের প্রতিই আকর্ষণ বোধ করেন । অন্য দিকে উইলি শারীরিক ভাবে নারী হলেও, মনে প্রাণে পুরুষ হয়ে উঠতে চাইতেন । তারা আরো জানান একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁদের আলাপ হয় । আমেরিকার টেক্সাসের বাসিন্দা ওই রূপান্তরকামী কখনও ভাবেনইনি তিনি মা হবেন ! কিন্তু সকলকে চমকে দিয়ে গর্ভবতী হয়ে পড়েছেন উইলি সিম্পসন । নিতে হচ্ছিল টেস্টোস্টেরন হরমোনও । উইলি জানিয়েছেন যে, সন্তান জন্ম দেওয়ার আগে তিনি রীতিমতো ভয়ে এবং চিন্তায় আছেন । হাসপাতাল কর্তৃপক্ষ কেমন ব্যবহার করবেন তাঁর সঙ্গে, তা নিয়েও রীতিমতো আতঙ্কিত তিনি । এই কারণে এক সময় তিনি ও তাঁর প্রেমিক স্টিফেন সন্তান দত্তক নেওয়ার কথাও ভেবেছিলেন । নারী থেকে পুরুষ হওয়ার জন্য উইলি বিগত সাত বছর ধরে কঠিন চিকিৎসা পদ্ধতি মেনে চলছিলেন । বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়ে গিয়েছে তাঁর । এমন সময়ে তাঁর গর্ভবতী হয়ে পড়া চমকে দিয়েছে সকলকে । আগত সন্তানের নাম তাঁরা লুয়ান রাখবেন বলে ঠিক করেছেন ।
Blogger দ্বারা পরিচালিত.