দশটি সেরা বিয়েবাড়ির সাজ, ট্রাই করতে পারেন আপনিও, দেখে নিন ছবিতে


Odd বাংলা ডেস্ক: বিয়ের মরশুম মানেই একের পর এক বিয়ের নিমন্ত্রণ। তবে বিয়ে বাড়ির সাজ যদি নজরকাড়াই না হয়, তাহলে তো আর চলে না। সেজন্য আজকের প্রতিবেদনে খাস আপনাদের জন্য রইল বিয়েবাড়ি স্পেশাল কিছু সাজ, যেগুলি আপনারা নিজেরাও ট্রাই করতে পারবেন। প্রত্যেকটি শাড়িই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে অসামান্য। আর এই অসামান্য শাড়ি ডিজাইন করেছেন ডিজাইনার চন্দ্রাণী ধামালী। প্রত্যেক মডেলকে অসাধারণ রূপে সাজিয়ে তুলেছেন মেকআপ আর্টিস্ট সন্দীপ দত্ত।

বিয়ের দিনে বেছে নিতে পারেন টকটকে লাল বেনারসি, যা বাঙালি বিয়ের সিগনেচার শাড়ি।
বিয়েতে কনের বোন বা বরের বোন ট্রাই করুন এই ধরণের শাড়ি। আর তা ড্রেপ করুন এইভাবে।
এটাও ভীষণ সিম্পল একইসঙ্গে স্টাইলিশ একটি শাড়ি, যা পেয়ার আপ করুন এমন ধরণের একটা ব্লাউজের সাহায্যে।



নেট-এর শাড়ি সর্বদাই স্টাইলে ইন। তাই নেট-এর এইধরণের শাড়িও রাখতে পারেন পছন্দের তালিকায়।
নেভি ব্লু রঙের এই শাড়িটি কিন্তু এক কথায় অসাধারণ।
রিসেপশনে যদি একটু অন্যরকমভাবে সাজতে পছন্দ করেন, তাহলে অবশ্যই হাতে তুলে নিন এমন সুন্দর একটি শাড়ি।
লাল শাড়ির সঙ্গে এমন কনট্রাস্ট ব্লাউস, জাস্ট জমে যাবে বিয়ের দিনের লুক।

শাড়ি-ব্লাউজ, মানানসই গয়নায় হয়ে উঠুন অনন্যা।
সাজগোজ যদি হালকার মধ্যে পছন্দ করেন, তাহলে ট্রাই করতে পারেন এই লুকটি। একেবারে নমিনাল মেকআপ এবং গর্জিয়াস শাড়ি গয়নায় হয়ে উঠুন স্বয়ং সম্পূর্ণ।
তবে বিয়েতে শুধু আপনি একাই সাজবেন এমনটাতো হতে পারে না।দুজনে মিলেমিশে একসঙ্গে সেজে উঠুন এইভাবে।
Blogger দ্বারা পরিচালিত.