৪ বছরের শিশুকে ছিঁড়ে খেল তারই কাকা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই ফুটফুটে শিশু কন্যার
Odd বাংলা ডেস্ক: আর কতটা নিচে নামবে এই সমাজ? রেপ - শব্দটা ভারতীয় সমাজের রোজকার ঘটনা হয়ে গেছে ৷ সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নক্কারজনক ধর্ষণের খবর আসে ৷ যা গণরোষের উদ্রেক করে ৷ চার বছরের শিশু কন্যাকে ধর্ষণ করল তার কাকা ৷ নক্কারজনক এই ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশ থেকে ৷ বাচ্চাটিকে লজেন্স দেওয়ার লোভ দেখিয়ে ঘর থেকে বার করে নিয়ে যায় তাঁর কাকা ৷ সেখান থেকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় বাচ্চাটিকে ৷ সেখানেই শিশু কন্যাটির ওপর চলে পাশবিক অত্যাচার ৷ তাঁর শরীর ছিঁড়ে খায় ৷ শিশু কন্যাটিকে রেপ করা হয় ৷ এরপর মেয়েটি কোনও রকমে নিজেকে কাকার হাত থেকে ছাড়িয়ে বাড়িতে পালিয়ে এসে , গোটা ঘটনাটি বলে ৷তারপরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার ৷ মেয়েটির শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের বান্দা জেলার ৷ রবি সোনি নামের ২৪ বছরের অভিযুক্তকে পুলিশ খুঁজছে ৷ হাসপাতাল সূত্রে জানা গেছে মেয়েটির অবস্থা এখন স্থিতিশীল ৷
Post a Comment