'বেটি পড়াও' প্রকল্পের জন্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে ছেলেদের তুলনায় মেয়েদের যোগদান বেড়েছে, বললেন নির্মলা
Odd বাংলা ডেস্ক: এমন এক সমাজ যা সাধারণ মানুষের জন্য ভাববে, তা-ই হল কেয়ারিং সোসাইটি। সরকারের 'বেটি বাঁচাও' প্রকল্পটি বিশেষভাবে সফল। এই প্রকল্পের জন্য মেয়েদের এনরলমেন্ট রেশিও ছেলেদের থেকে বেশি হয়েছে।
- মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে ছেলেদের থেকে বেশি মেয়েরা স্কুলে যায়। আর এটি সম্ভব হয়েছে 'বেটি পড়াও' প্রকল্পের জন্য।
- যেসব মহিলা অন্তঃসত্ত্বা এবং যারা তাঁদের সন্তানদের স্তন্যপান করান তাদের প্রতি সরকারের বিশেষ নজর রয়েছে।
- শিশু এবং মায়েদের পুষ্টির জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে যাতে ১০ হাজার কোটি পরিবার বিশেষ সাহায্য পাচ্ছে।
- মেয়েদের বিয়ের বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে মেয়েদের মধ্যে উচ্চশিক্ষার প্রবণতা বেড়েছে।
- পাশাপাশি সন্তানের জন্ম দিতে গিয়ে মায়েদের মৃত্যুর হারও কমেছে।
- সেইসঙ্গে সরকার একটি টাস্কফোর্স গড়ে তোলা হবে যাতেমেয়েদের মা হওয়ার বয়সটি বাড়ানো যায় কি না তাও দেখা হবে।
- মিনিস্ট্রি অব হাউজিং অ্যাফেসার্সের কাছে দায়িত্ব দেওয়া হবে যাতে বর্জ্য আবর্জনা হাতে না পরিষ্কার করে যন্ত্র ব্যবহার করা যায়।
Post a Comment