শিক্ষাব্যবস্থা সর্বস্তরে পৌঁছে দিতে অনলাইন পড়াশোনার ব্যবস্থার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার



Odd বাংলা ডেস্ক: আগামী দশকে দেশের জনসংখ্যা আরও বাড়বে। তাই শিক্ষা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নখুব শীঘ্রই নয়া শিক্ষানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। এ ছাড়া NIRF-এর তালিকায় সেরা ১০০টি প্রতিষ্ঠান ডিগ্রি স্তরে কোর্স চালু করবে।

তাই আরও বেশি করে টাকা শিক্ষাখাতে দেওয়া যায়। তাই স্টেট ব্যাঙ্ককে নির্মলা সীতারমন অনুরোধ করেন যাতে শিক্ষা ঋণ ব্যবস্থা সহজ করে। কাজ শেখার ক্ষেত্রে ইন্টার্নশিপ-এর সুযোগ বাড়ানোর চেষ্টায় রয়েছে সরকার। সমাজের পিছিয়ে পড়া মানুষকে শিক্ষার আলো পৌঁছে দিতে অনলাইন শিক্ষাব্যবস্থা শুরু করার লক্ষ্যে রয়েছে সরকার। 

আমাদের ডাক্তারদের খুবই অভাব, তাই পিপিপি মডেলে একটা মেডিকেল কলেজ তৈরি করা হবে। আর এর জন্য বাড়তি যা টাকা লাগবে সেই টাকা সরকার প্রদান করবে। মেডিক্যাল-এর ক্ষেত্রে অধ্যাপকদের একটা বিরাট চাহিদা রয়েছে, এর জন্য স্বাস্থ্য দফতরের তরফে বিশেষ ট্রেনিং-এর ব্যবস্থা করবে। সদ্য পাশ করা ইঞ্জিনিয়ারদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। সেইসঙ্গে ফরেনসিক বিশ্ববিদ্যালয়ও গড়ে তোলা হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

২০২০-২১ আর্থিক বছরের জন্য শিক্ষাক্ষেত্রে ৯৯,৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। 
Blogger দ্বারা পরিচালিত.