অরুণ জেটলিকে স্মরণ করে বাজেট পাঠ শুরু করলেন নির্মলা


Odd বাংলা ডেস্ক: মে ২০১৯-এ নরেন্দ্র মোদী একটা বিরাট জনাদেশ পেয়ে একটা নয়া উদ্যোগে এই সরকার কাজ করে চলেছে। সমস্ত ভারতবাসীর সেবার জন্য এই জনাদেশ পেয়েছে সরকার। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সংখ্যাগরিষ্ঠ মানুষ এই জনাদেশ দেননি। সকলে যেন চিকিতসা ব্যবস্থা পায়, প্রতিটি ভারতীয় নারী যাতে তাদের অধিকার বুঝে নিতে পারে। অল্প বয়সীরা যাতে চাকরি পায় সেই চেষ্টাই করেছে সরকার।

২০১৪ থকে ১৯-এর মধ্যে সরকার একটা বিরাট পরিবর্তন এনেছে। সরকার কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়েছে। প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলিকে স্মরণ করে বাজেট পাঠ শুরু করলেন নির্মলা। জিএসটির ফলে প্রত্যেকটি জিনিসপত্রের ওপর কর কমে গিয়েছে এবং সার্বিকভাবে মানুষকে কম কর দিতে হয়েছে। 

১৫ লক্ষ নতুন করদাতা এসেছেন। বর্তমানে করদাতাার সংখ্যা প্রায় ৪০ কোটি। সরকার করদানের ফর্মটিকেও অনেকটাই সহজ করে দেওয়া হয়েছে। সরাসরি যাতে গরীব মানুষের হাতে টাকা পৌঁছায়, সেই চেষ্টা করেছে সরকার।
Blogger দ্বারা পরিচালিত.