বাজেটে ঘোষণা নতুন আয়করের তালিকা, জেনে নিন কত আয়ে কত কর দিতে হবে
Odd বাংলা ডেস্ক: প্রত্যেকবারের বাজেটেই এই একটা বিষয়ে সবসময় নজর থাকে সাধারণ মানুষের। ৫ থেকে ৭.৫ লক্ষ টাকা আয়ে করের নতুন পরিমান ১০ শতাংশ। ৭.৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা আয় করলে ২০ শতাংশের জায়গায় ১৫ শতাংশ কর দিতে হবে। ১০ থেকে ১২.৫ লক্ষ টাকা আয়ে কর দিতে হয় ৩০ শতাংশ তা কমিয়ে ২০ শতাংশ করা হচ্ছে। ১২.৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা রোজগেরেকে ২৫ শতাংশ হারে কর দিতে হবে। আগে যা দিতে হতো ৩০ শতাংশ। তার বেশি আয়ের ক্ষেত্রে কর ব্যবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না। ৫ লক্ষ পর্যন্ত আয়ের রোজগেরেকে কোনও কর দিতে হবে না।
Post a Comment