বিক্রি হতে পারে LIC! বাজেটের মাঝেই হইচই বিরোধীদের


Odd বাংলা ডেস্ক: রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম (LICI) এবং IDBI ব্যাংক বেসরকারিকরণের পথে কেন্দ্র। বাজেট ভাষণে প্রস্তাব অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। LIC -র একটা বড় পরিমান শেয়ার বাজারে ছাড়তে পারে সরকার। ফলে লাইফ ইন্স্যুরেন্স অব ইন্ডিয়ার বেশ কিছু শেয়ার কিনতে পরাবেন সাধারণ মানুষ। এর ফলে সরকারের হাতে মোটা একটা পরিমান টাকা আসবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

তবে এর তীব্র বিরোধীতা করেছে রাষ্ট্রায়ত্ব জীবনবীমা কর্পোরেশন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলনেও নামা হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বীমা ব্যবস্থার কোমর ভেঙে দেওয়া হল বলে মত বীমাকর্মীদের।
Blogger দ্বারা পরিচালিত.