নির্মাণ হবে আরও বেশি হাইওয়ে, সোলারে চলবে রেল- পরিকাঠামো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: কমবয়সী যুবক যুবতীরা পরিকাঠামোর দিক থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। সরকারের একমাত্র লক্ষ্য হবে কর্মসংস্থান বাড়ানো। 


  • সেইসঙ্গে ২০০০ কিলোমিটার হাইওয়ে বাড়ানো হবে। চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়ের কাজ সমাপ্ত করবে। ২০২৪ সালের আগে ৬০০০ কিলোমিটার হাইওয়ে নির্মাণ করা হবে। 
  • রেলওয়ে স্টেশনগুলিতে ওয়াইফাই পরিষেবা চালু করা হবে। 
  • ২০,০০০ কিলোমিটার রেললাইনে বিদ্যুত পরিষেবা চালু হবে। 
  • সৌরশক্তি দিয়ে রেল চালানোর কথা ভাবা হচ্ছে। স্টেশনের পাশে বসানো হবে সোলার যন্ত্রপাতি। এইসবই সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে তৈরি হবে। 
  • আন্তর্জাতিক মানের বন্দর নির্মাণের চেষ্টা থাকবে সরকারের। 
  • একইসঙ্গে দেশের মধ্যে জলযান যাতে চালু হয়, এর জন্য জল বিকাশ প্রকল্প চালু করা হবে।
  • আমাদের দেশে উড়োজাহাজের যাতায়াত অনেকটাই বেড়ে গিয়েছে। উড়ান  প্রকল্পের আওতায় উড়ান আর বাড়ানো হবে।
  •  আগামী ৩ বছরে প্রতিটি বাড়িতে স্মার্ট মিটার নিয়ে আসতে চায় সরকার, যাতে উপভোক্তা কার কাছ থেকে বিদ্যুত কিনবে তা নিজেরা বেছে নিতে পারবে। আর এর জন্য বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। 
Blogger দ্বারা পরিচালিত.