মোদী সরকারের জমানায় একটা অভূতপূর্ব উন্নয়ন দেখা গিয়েছে, বললেন অর্থমন্ত্রী
Odd বাংলা ডেস্ক: মোদী সরকারের জমানায় একটা অভূতপূর্ব উন্নয়ন দেখা গিয়েছে। বহু মানুষকে দারিদ্রসীমার উপরে নিয়ে আসতে সক্ষম হয়েছে মোদী সরকার। ৮৪ বিলিয়ন ইউএস ডলার এখন ভারতের অর্থনীতির মূল্য।
আগামী দিনে প্রযুক্তিকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই সরকারে লক্ষ্য। বায়োমেট্রিক আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা জানি সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা চলছে। তবে সেই ঝড়ঝাপটা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে ভারত। দেশের উদ্যোগপতিরা এই ঝড়ঝাপটা সামলেছেন। সরকার চায় এমন এক ভারত যেখানে 'সবকা সাথ সবকা বিকাশ' ঘটবে। আর সেইজন্য সরকার বেসরকারি ক্ষেত্রের দিকেও তাকিয়ে আছে যাতে সার্বিক উন্নয়ন সম্ভব।
Post a Comment