ওক দ্বীপের টাকার গর্ত, যার হদিশ আজও মেলেনি


Odd বাংলা ডেস্ক: কানাডার নোভা স্কটিয়ার কাছেই ওক দ্বীপ। প্রাকৃতিক দৃশ্যের চেয়ে বহুমূল্য গুপ্তধনের আকাঙ্খাই শত শত বছর ধরে মানুষকে টেনে এনেছে এই দ্বীপে। কাহিনীর শুরু ১৭৯৫ সালে। জনশ্রুতি অনুযায়ী এক রাতে ওক দ্বীপে অদ্ভুত আলো দেখতে পেয়ে পরের দিন দেখতে যায় ম্যাকগিনিস নামে এক কিশোর। দ্বীপে একটি ছোটো গর্ত খুঁজে পায় সে। জলদস্যুরা কোনো সম্পদ লুকিয়ে রেখেছে কিনা তা জনার জন্য ওই গর্তটি খুড়তে শুরু করে সে। পরবর্তীতে বেশ অনেকদিন ধরে ম্যাকগিনিস ও তার বন্ধুরা ওই গর্ত খোড়ে। গর্তের ভিতর কিছু কাঠের তৈরি মাচা দেখতে পায় তারা যাতে নিঃসন্দেহ হওয়া যায় ওই গর্তটি ছিলো মানুষের তৈরি। 



কিন্তু ওই কিশোররা কোনো গুপ্তধন খুঁজে পায়নি। ওখানে যে গুপ্তধন আছে এ নিয়ে কিন্তু গুজব ঠিকই রটে যায়। এরপর বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করেছে। গর্তটি ৯০ ফুট পর্যন্ত খোড়া হলে সেখানে একটি অদ্ভুত পাথর পাওয়া যাতে অনেক সাঙ্কেতিক চিহ্ন ছিলো। যদিও ওই সংকেতের অর্থ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এই পাথর পাওয়ার পর মানুষের মধ্যে গুপ্তধনের বিশ্বাস আরো প্রবল হয়ে উঠে। পরে, অনেক কোম্পানি লাখ লাখ টাকা খরচ করেছে এই গুপ্তধন উদ্ধারের পেছনে। মূল গর্তের আশপাশেও এত গর্ত খোড়া হয়েছে যে বলতে গেলে হারিয়ে গেছে আসল গর্তটাই। আর গর্তে এখনো কোনো গুপ্তধন মেলেনি তবে প্রাণ গিয়েছে ছয় জন মানুষের। ওক দ্বীপের গুপ্তধনের গুজব এতটাই বিশ্বাস্য ছিলো যে, মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টও তার তরুন বয়সে ওক দ্বীপে খোড়াখুড়ি করেছিলেন। এখনো অনেকেই খুঁজে বেড়ায় ওই গুপ্তধন।
Blogger দ্বারা পরিচালিত.