হাজার সূর্য নয়, এক আকাশে দেখা গেল ৫টি সূর্য! দেখুন সেই অবাক করা ভিডিও


Odd বাংলা ডেস্ক: এই বিরাট আকাশে জ্বলজ্বল করে এক বিরাট নক্ষত্র, সূর্য। কিন্তু এক আকাশে যদি থাকে ৫টি সূর্য! কি বিশ্বাস হল না তো। সম্প্রতি চিন ও রাশিয়ার সীমান্তে অবস্থিত মঙ্গোলিয়ায় ঘটেছে এমন অবিশ্বাস্য এক ঘটনা। 

এক আকাশে দৃশ্যমান হয়েছে পাঁচ-পাঁচটি সূর্য। ভাইলার হয়েছে পাঁচটি সূর্যের ভিডিও-ও। যা দেখে কার্যত হতবাক নেটিজেনরা। কেউ কেউ অবিশ্বাস্য এই দৃশ্য ভৌতিক কাণ্ড বলেও ব্যাখ্যা করেছেন। নেটদুনিয়ায় কার্যত হইচই ফেলে দিয়েছে এই ঘটনা। চিনের একটি সংবাদমাধ্যমের তরফে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। 
তবে সত্যি বলতে বিষয়টিকে আপাতভাবে ভৌতিক বলে মনে হলেও আদৌ এটি কোনও ভৌতিক বিষয় নয়। এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। শীতকালে হিমেল হাওয়া বইলে সূর্যের এই বিরল রূপ চোখে পড়ে। বায়ুমণ্ডলে জমে থাকা শিশিরকণা জমাট বেঁধে সূর্যের আলোয় প্রতিফলিত হয়। যার ফলেই কিন্তু এক আকাশে একাধিক সূর্য দৃশ্যমান হয়। আদতে এগুলি সূর্য় নয়, সূর্যের প্রতিচ্ছবি। 
Blogger দ্বারা পরিচালিত.